ইনিই এখন কাঁপাচ্ছেন আমেরিকা ,সম্পর্কে ওসামা বিন লাদেনের ভাইঝি
সম্পর্কে তিনি ওসামা বিন লাদেনের ভাইঝি। সেই তিনিই কিনা আমেরিকায় দাপিয়ে বেড়াচ্ছেন! ওয়াফা দুফোরকে চেনেন
আমেরিকার প্রথম সারির মডেল ওয়াফা। নিয়মিত গ্ল্যামার হান্টে দেখা যায় তাঁকে।
৪৩ বছর বয়স ওয়াফার। কিন্তু এই বয়সেও তিনি আমেরিকার মডেলিং জগতে একের পর এক কাজ করে চলেছেন তিনি।
কিছুদিন আগেই একটি মার্কিন পত্রিকায় ওয়াফার সঙ্গে ওসামা বিন লাদেনের সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। তবে সন্ত্রাসবাদী লাদেনের ভাইঝি হওয়ায় তিনি কখনও হীনমন্যতায় ভোগেন না বলে জানালেন ওয়াফা। বললেন, যে যার কৃতকর্মের ফল ভোগ করবে। একজনের অপরাধের দায় আরেকজনের উপর চাপানো যায় না।
মডেল হওয়ার পাশাপাশি ওয়াফা আবার একজন পপ-গায়িকা। মার্কিন মুলুকে প্রচুর শো করেন তিনি।
সূত্র : ZEE 24 ঘন্টা