24.4 C
Dhaka
February 2, 2025
Media

এবার মুখ খুললেন অভিনেত্রী জেনেলিয়া

এবার মুখ খুললেন অভিনেত্রী জেনেলিয়া

এবার মুখ খুললেন অভিনেত্রী জেনেলিয়া

বলিউডের এই অভিনেত্রী জেনেলিয়া। ভালো হোক কিংবা মন্দ- সবসময় স্বামী রিতেশ দেশমুখের পাশেই থাকবেন তিনি। ‘মরজাভা’-র ট্রেলার মুক্তি পাওয়ার পর অভিনেতার পাশে দাঁড়িয়ে এমন মন্তব্য করলেন জেনেলিয়া ডি সুজা।

জিনিউজ জানায়, গত বৃহস্পতিবার মুক্তি পায় রিতেশ অভিনীত ‘মরজাভা’-র ট্রেলার। এ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রা এবং তারা সুতারিয়াও রয়েছেন। তবে সিনেমার ট্রেলার লক্ষ করলে দেখতে পাবেন, এ সিনেমায় ভিলেন কিন্তু রিতেশ।

এবার মুখ খুললেন অভিনেত্রী জেনেলিয়া
এবার মুখ খুললেন অভিনেত্রী জেনেলিয়া

ট্রেলার মুক্তির পর রিতেশের অভিনয় দেখে চমকে গেছেন বলিউডের একাধিক সেলিব্রিটি। করণ জহর থেকে সুনীল শেঠি, ‘মরজাভা’-র ট্রেলার দেখে প্রশংসায় ভরিয়ে দেন সেলেবরা। এরপরই স্বামী রিতেশের পাশে থাকার বার্তা দেন জেনেলিয়া।

সম্প্রতি আমির খানের ভাগ্নে ইমরান খানের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদের খবর নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে। ইমরানের স্ত্রী অবন্তিকা মালিকের মা বন্দনা মালিক জানান, গত চার বছর ধরে ইমরানের হাতে কোনো কাজ নেই। তিনি পুরোপুরি বাড়িতে বসে রয়েছেন। গত ৪ বছর ধরে কোনো কাজ না থাকায়, ইমরান-অবন্তিকার সব জমানো টাকাও শেষ হয়ে যায়। অর্থনৈতিক টানাপড়েনের জেরেই তাদের মধ্যে অশান্তি মাথা চাড়া দেয়ায় তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলে খবর।

অর্থনৈতিক টানাপড়েনের জেরে ইমরান-অবন্তিকা যখন বিচ্ছেদের পথে, সে সময় রিতেশের পাশে থাকার বার্তা দিয়ে জেনেলিয়ার মন্তব্য সুখী দাম্পত্যের অন্যতম নিদর্শন বলেই মনে করছে বিটাউনের একাংশ।

 

Related posts

রোমান্টিক স্ট্যাটাস সাকিবের জন্মদিনে শিশিরের

Lutfur Mamun

এফডিসি চোখের জলে টেলি সামাদকে বিদায় দিলো

Lutfur Mamun

অভিনেতা ফেরদৌস আহমেদ দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে কাঁদলেন ||

Lutfur Mamun

Leave a Comment