বাংলাদেশকে বৃষ্টিই বাঁচাতে পারে
বৃষ্টির কারণে তিন দফায় খেলা বন্ধ না হলে ম্যাচটি আজই শেষ হয়ে যেতে পারতো। ম্যাচের বর্তমান যে অবস্থা তাতে একমাত্র বৃষ্টিই বাঁচাতে পারে বাংলাদেশকে। তাছাড়া বাংলাদেশের হার নিশ্চিত। রবিবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন আফগানিস্তানের দেয়া ৩৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
দিন শেষে সাকিব ৩৯ রানে ও সৌম্য শূন্য রানে অপরাজিত আছেন। আউট হয়েছেন লিটন, মোসাদ্দেক, মুশফিক, মুমিনুল, সাদমান ও মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে নামতে বাকি আছেন মিরাজ, তাইজুল ও নাঈম।
আগামীকাল (সোমবার) ম্যাচের শেষ দিন। জিততে হলে এদিন বাংলাদেশকে করতে হবে ২৬২ রান। এই রান না করতে পারলেও চার উইকেটে যদি বাংলাদেশ দিন পার করে দিতে পারে তাহলে ম্যাচটি ড্র হবে। আর পুরো দিন যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচটি ড্র হবে।
গতকাল দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিল আফগানরা। আজ ব্যাটিংয়ে নেমে তারা অলআউট হয় ২৬০ রানে। প্রথম ইনিংস শেষে আফগানদের লিড ছিল ১৩৭ রান। সুতরাং, সবমিলিয়ে তাদের মোট লিড ৩৯৭ রান। তাই বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৯৮ রান।
দিনের প্রথম সেশনেই বাংলাদেশ ব্যাট করতে নেমেছিল। ওই সেশনে বাংলাদেশ ৯ ওভার ব্যাট করার সুযোগ পায়। তাতে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান সংগ্রহ করে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা।
লাঞ্চ বিরতি থেকে ফেরার পরই সাজঘরে ফিরে যান লিটন দাস। বিরতির পর দলীয় স্কোরে কোনো রান যোগ না হতেই জহির খানের বলে এলবিডব্লিউ হন ওপেনার লিটন। তিনি করেন ৯ রান।
লিটন দাস আউট হওয়ার পর ওয়ানডাউনে নেমেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু দ্রুতই ফিরে যান তিনি। দলীয় ৫২ রানে জহির খানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ এক্সট্রা কাভারে আসগার আফগানের হাতে ক্যাচ হয়েছেন তিনি। তার সংগ্রহ ১২ রান।
এরপর মুশফিক নেমে কিছুটা আশা দেখাচ্ছিলেন। কিন্তু দলীয় ৭৮ রানে রশীদের বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও তিনি বাঁচতে পারেননি। ২৫ বলে ২৩ রান করেন মুশফিক। দলের রান যখন ৮২ তখন রশীদ খানের বলে এলবিডব্লিউ হন মুমিনুল হক। ৮ বলে ৩ রান করেন তিনি।
অন্য প্রান্তের ব্যাটসম্যানরা আউট হয়ে গেলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন সাদমান ইসলাম। কিন্তু দলীয় ১০৬ রানে মোহাম্মদ নবীর বলে এলবিডব্লিউ হয়ে তিনি ফিরে যান। ফেরার আগে এই ওপেনার করেন ৪১ রান। এরপর মাহমুদউল্লাহ নেমে মাত্র ৭ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।
গত বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। প্রথম ইনিংসে আফগানরা করেছিল ৩৪২। জবাবে ২০৫ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।
বৃষ্টির কারণে আজ প্রায় দুই ঘণ্টা পর শুরু হয় খেলা। মধ্যাহ্ণ ভোজের বিরতির সময়ও ছিল বৃষ্টি। পরে শেষ বিকালে বৃষ্টির কারণে আগেভাগেই দিনের খেলা শেষ হয়।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, চট্টগ্রামে সোমবারও বৃষ্টির সম্ভাবনা আছে।