24.4 C
Dhaka
July 18, 2025
International Media

ব্যাগের দাম শুনলে চোখ কপালে উঠবে ,প্রিয়াঙ্কার হাতের এই মেটাল বক্স

ব্যাগের দাম শুনলে চোখ কপালে উঠবে ,প্রিয়াঙ্কার হাতের এই মেটাল বক্স

ব্যাগের দাম শুনলে চোখ কপালে উঠবে ,প্রিয়াঙ্কার হাতের এই মেটাল বক্স

দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার স্টাইল সেন্স নজর কাড়ে বহু সেলেবদেরও। আজকাল যখনই জনসমক্ষে আসেন, তখন প্রিয়াঙ্কার পোশাক থেকে সাজ সরঞ্জাম সবকিছুই তাক লাগিয়ে দেয়। ক্রমাগত স্টাইল আইকন হয়ে উঠেছেন পিগি চপস।

ব্যাগের দাম শুনলে চোখ কপালে উঠবে ,প্রিয়াঙ্কার হাতের এই মেটাল বক্স
ব্যাগের দাম শুনলে চোখ কপালে উঠবে ,প্রিয়াঙ্কার হাতের এই মেটাল বক্স

সম্প্রতি নিউ ইয়র্ক ফ্যাশান উইকে প্রিয়াঙ্কার অস্কার দে লা রেন্টা-র ডিজাইনার পোশাকে নজর কাড়েন প্রিয়াঙ্কা। তবে তার থেকেও বেশি নজর কাড়ে মেটালের মিনি আলিবি বক্স ব্যাগ। প্রিয়াঙ্কার হাতের এই ছোট্ট জিনিসটাই সকলের নজরে আসে। তবে দেশি গার্লের এই ব্যাগের দাম শুনলে চোখ কপালে উঠবে আপনারও। এই ব্যাগের যা দাম, মোট সেই দামের পোশাক হয়তবা আমাদের ওয়াড্রোবেও নেই।

প্রিয়াঙ্কার এই ব্যাগের দাম কত জানেন? ২ লক্ষ, ৬ হাজার, ৪৫২ টাকা। জানা যাচ্ছে এই ব্যাগের শুধুমাত্র চেনের স্ট্য়াপটির দামই হল ১, ৮৩, ৪২৮ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন।

প্রসঙ্গত, এই মুহূর্তে প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিক তারকা হয়ে উঠেছেন। তবে খুব শীঘ্রই প্রিয়াঙ্কাকে দেখা যাবে ফারহান আখতারের ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে।

Formula :  ZEE 24 ঘন্টা

Related posts

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সোয়া ২ লাখ আক্রান্ত যুক্তরাষ্ট্রে ||

Lutfur Mamun

করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ খবর ||শনিবার, ২৭ জুন ২০২০

Lutfur Mamun

করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ খবর ||রোববার, ০৫ জুলাই ২০২০

Lutfur Mamun

Leave a Comment