24.4 C
Dhaka
March 11, 2025
International

ভিক্ষুক থেকে গায়িকা রানু আলোচনায়

ভিক্ষুক থেকে গায়িকা রানু আলোচনায়

ভিক্ষুক থেকে গায়িকা রানু আলোচনায়

ভবঘুরে জীবন থেকে রানাঘাটের সেই ভিক্ষুক রানু মণ্ডল এখন সেলিব্রিটি। যেখানেই যান সেখানেই কৌতূহলী মানুষের ভিড়। রানুর সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। ছবি তোলেন।

সেই রানু আবারও এলেন আলোচনায়। তবে এটাকে সমালোচনা বলাই ভালো। খুব বেশিদূর পড়াশোনা করেননি রানু। ইংরেজিতে তার জ্ঞান নেই বললেই চলে। সেই রানুই এখন কথায় কথায় ইংরেজি বলার চেষ্টা করেন। বলতে গিয়ে ভুল করেন। তাই দেখে চারদিকে হাসির রোল পড়ে যাচ্ছে। ট্রলের শিকার হচ্ছেন তিনি।

ভিক্ষুক থেকে গায়িকা রানু আলোচনায়
ভিক্ষুক থেকে গায়িকা রানু আলোচনায়

দিন কয়েক আগে নিজের ছোটবেলার স্কুলে গিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিপাকে পড়লেন রানুদি। শুনতে হলো কটাক্ষও।

সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যাতে দেখা গেছে একটি কমলা রঙের শাড়িতে সেজে নিজের পুরনো স্কুলে উপস্থিত রানু মণ্ডল। স্কুলের কচিকাঁচাদের সঙ্গে দাঁড়িয়ে তিনি। ক্ষুদে পড়ুয়ারা শিক্ষিকার সঙ্গে সুর মিলিয়ে গান গাইছেন। রানাঘাটের রানুদিও হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন। হাততালি দিচ্ছেন। বাচ্চাদের সঙ্গে গলাও মেলাচ্ছেন।

আবেগঘন মুহূর্তে রানু মণ্ডলের সঙ্গে কথাবার্তা বলা শুরু হয় সাংবাদিকের। কেমন লাগছে, এই প্রশ্ন লতাকণ্ঠী রানুর উদ্দেশে ছুড়ে দেন তিনি। প্রথমে ইংরেজিতে উত্তর দিতে শুরু করেন রানু। তবে ‘Very nice’ বলার পরই হোঁচট খান তিনি।

ভাঙা ভাঙা হিন্দিতেও নিজের ভাব প্রকাশের চেষ্টা করেন ঠিকই। তবে তাতেও উত্তর সম্পূর্ণ করতে পারেননি গায়িকা। সেই ভিডিও বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নিজের মাতৃভাষা বাংলা ছেড়ে রানু মণ্ডলের হিন্দি এবং ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টাকে মোটেও ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। অনেকেই ওই ভাইরাল ভিডিওর কমেন্ট সেকশনে রানু মণ্ডলকে বাংলা ভাষায় কথা বলার পরামর্শ দেন।

 

Formula : jagonews24

 

Related posts

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেয়াল নির্মাণে জরুরি অবস্থা ঘোষণা করলেন

Lutfur Mamun

#করোনাভাইরাসের নতুন ধরন #ওমিক্রনের ঠেকাতে ১৫ নির্দেশনা || 2022,,

Lutfur Mamun

৩০০ টাকা মজুরীর দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাবে চা শ্রমিকরা ||

Lutfur Mamun

Leave a Comment