এবার ভাইরাল হলো পোশাকের কারণে জাহ্নবী
জাহ্নবী কাপুর, বলিউডের জনপ্রিয় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে। সম্প্রতি অভিনয় দিয়ে আলোচনায় আসেন তিনি। তবে এবার সিনেমার কারণে নয়, নতুন করে আলোচনায় আসলেন পোশাকের কারণে।
জিম হোক বা ডিনার ডেট- খাটো পোশাক জাহ্নবীর বেশ পছন্দের। এবার আঁটসাট পোশাকে ভাইরাল হলেন তিনি। পোশাকটি একেবারে গায়ের সঙ্গে মিশে গেছে। স্কিন কালারের পোশাকটি নজর কাড়ছে সবার।
মুম্বাইতেই তার এই ছবি উঠেছে। নিজের গাড়ি থেকে নেমে কোথাও যাচ্ছেন জাহ্নবী। এই পোশাকের সঙ্গে তার হাতে রয়েছে কালো রঙের একটি ব্যাগ ও সাদা স্নিকার। মুখে সামান্য মেকআপ আর খোলা চুল। সেই ছবিতেই এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম।