24.4 C
Dhaka
April 18, 2025
Sports

বঙ্গবন্ধু বিপিএলের খুলনা-রাজশাহী প্রথম ট্রফির সন্ধানে

বঙ্গবন্ধু বিপিএলের খুলনা-রাজশাহী প্রথম ট্রফির সন্ধানে

বঙ্গবন্ধু বিপিএলের খুলনা-রাজশাহী প্রথম ট্রফির সন্ধানে

ট্রফিতে নিবদ্ধ মুশফিকের চোখে-অবয়বে ছিল, বিপিএলের ট্রফি জয়ের সুতীব্র বাসনা। বলা বাহুল্য, প্রথম বার বিপিএলের ফাইনালের মঞ্চে এসেছেন তিনি। সপ্তম চেষ্টায় এসে ট্রফির দুয়ার থেকে শূন্য হাতে ফিরতে চান না মুশফিক। ট্রফিসহ ফটোসেশনের পর উইকেটের ওপরও চোখ বুলিয়েছেন তিনি। তবে ফাইনালের চাপে কিছুটা হলেও দ্রবীভূত এখন মুশফিক! কারণ চাপ না নিতেই নাকি ফাইনালের আগে সংবাদ সম্মেলনে আসেননি খুলনা টাইগার্সের অধিনায়ক।

শুধুকিমুশফিক, দুইফাইনালিস্টখুলনা, রাজশাহীরয়্যালসওপ্রথমবিপিএলট্রফিরসন্ধানেথাকবেআজ।বিপিএলেরইতিহাসেপ্রথমবারট্রফিরমঞ্চেআসলখুলনা।পদ্মাপাড়েরদলটিরঅবশ্যএটিদ্বিতীয়ফাইনাল।এরআগে২০১৬সালেফাইনালেউঠেওঢাকারকাছেট্রফিহারিয়েছিলরাজশাহীবিভাগেরদলটি।তবেবিপিএলেরশিরোপাজয়েরঅভিজ্ঞতাআছেআন্দ্রেরাসেলের।

মিরপুর স্টেডিয়ামে আজ বিপিএলের ফাইনালে লড়বে খুলনা-রাজশাহী। সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

আজফাইনালেঅধরাট্রফিজিততেমুখিয়েথাকবেদুইদল।শক্তিরবিচারেব্যবধানকম।তবেফর্ম, ছন্দ, দলগতপারফরম্যান্সমিলেএগিয়েখুলনা।টুর্নামেন্টেদুইদলেরলড়াইয়েওএগিয়েমুশফিকবাহিনী।লিগপর্ব, কোয়ালিফায়ারমিলেতিনবারসাক্ষাত্হয়েছে, যারমধ্যেদুইবারইজিতেছেখুলনা।শান্ত, মিরাজ, মুশফিক, রাইলিরুশোরাব্যাটিংদলটিরমূলঅস্ত্র।বোলিংয়েআমির, শফিউল, শহীদুল, ফ্রাইলিঙ্ককরাদারুণছন্দেআছেন।রাজশাহীরজন্যলিটন-আফিফেরওপেনিংজুটিখুবগুরুত্বপূর্ণ।ওপেনিংয়েবড়োজুটিহলেশোয়েবমালিক, আন্দ্রেরাসেলরাঝড়তুলতেপারেনসহজে।অলরাউন্ডারেঠাসাদলটারবোলিংয়েআছেদারুণবৈচিত্র্য।আগেদুইবারহারলেওআজখুলনাকেথামিয়েদিতেসর্বস্বনিংড়েদিবেরাজশাহী।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বিপিএলের বিশেষ আসর এবার অনুষ্ঠিত হয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিলেও বঙ্গবন্ধু বিপিএলে খেলেছে সাতটি দল। গত ৮ ডিসেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছিল বিপিএলের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেটে হয়েছে ম্যাচ। ৩৮ দিনের টি-২০ ক্রিকেট উত্সব শেষ হচ্ছে আজ।

সূএ : দৈনিক ইত্তেফাক

Related posts

বেটউইনার না ছাড়লে সাকিবের সাথে কোনও সম্পর্ক থাকবে না : পাপন ||

Lutfur Mamun

বাংলাদেশ বিশ্ব দরবারে অহংকার করে

Lutfur Mamun

বার্সার রক্ষা মেসির জোড়া গোলে

Lutfur Mamun

Leave a Comment