24.4 C
Dhaka
July 17, 2025
International

করোনা আক্রান্ত ২৭ জন পাকিস্তানে তাবলীগ জামাতের লোক

করোনা আক্রান্ত ২৭ জন পাকিস্তানে তাবলীগ জামাতের লোক

করোনা আক্রান্ত ২৭ জন পাকিস্তানে তাবলীগ জামাতের লোক

পাকিস্তানে ৩৫ জনকে পরীক্ষার পর ২৭ জনের করোনা পজিটিভ হয়েছে।এর মধ্যে ২৭ জন তাবলীগ জামাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এদিকে, পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন তাবলীগ জামাতের এক সদস্য।

পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। 

জানা গেছে, রবিবার তাবলীগ জামাতের মারকাজ রাইউইন্ডে এক সদস্যকে কোয়ারেন্টাইনে রাখার প্রচেষ্টা চালানো হয়। সে সময় তিনি পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

৫০০ বিদেশিসহ প্রায় ১২০০ লোক তিন দিন, ৪০ দিন এবং চার মাসের জামাতে বের হওয়ার আগে মারকাজে ৫ দিনের একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিয়েছেন।
মারকাজের বাইরে খোলা জায়গায় তাবু ফেলে অবস্থান করছেন তারা।

এর আগেকরোনার সংক্রমণের কথা জানিয়ে স্থানীয় সরকার ধর্মীয় নেতাদের এই সম্মেলন স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন। 

তারা এতে কর্ণপাত করেননি।তারা যখন চারদিন আগে সম্মেলন স্থগিতের ঘোষণা দেন তখন ওই অঞ্চলে লকডাউন চলছিল। 

এ কারণে যারা সেখানে অংশ নিয়েছিলেন তারা আর ফেরত যেতে পারেননি।

এদিকে, কোয়ারেন্টইনে থাকার নির্দেশের পর তাবলীগ জামাতের এক ব্যক্তি পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। 

এ কারণে, পুলিশ অনুমতি নিয়ে মারকাজ ঘিরে রেখেছে। 

সূত্রকালেরকান্থ

Related posts

সুকেশ বললেন জ্যাকলিন ও নোরাকে,আনুশকা ফিরছেন বড় বাজেটের নিয়ে ||

Lutfur Mamun

গুগল ভারতে টিকটক বন্ধ করে দিল

Lutfur Mamun

করোনা ভাইরাস সর্বশেষ সংবাদ || শনিবার, ১৫ আগস্ট ২০২০

Lutfur Mamun

Leave a Comment