24.4 C
Dhaka
April 18, 2025
Health

করোনা প্রতিরোধে চিকিৎসক থানকুনি পাতার উপকারিতা যা বললেন

করোনা প্রতিরোধে চিকিৎসক থানকুনি পাতার উপকারিতা যা বললেন

করোনা প্রতিরোধে চিকিৎসক থানকুনি পাতার উপকারিতা যা বললেন

 

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে বাঁচতে মরিয়া মানুষ। এ ভাইরাস প্রতিরোধে গেল রাত থেকে দক্ষিণাঞ্চলে থানকুনি পাতা খাওয়ার গুজব ছড়িয়েছে ব্যাপকভাবে। কোথাও কোথাও থানকুনি পাতা খেতে মাইকিং পর্যন্ত করা হয়েছে।

গ্রামের ভেতর ছড়িয়েছে কোনো এক পীর সাহেব নাকি স্বপ্নে দেখেছেন ৩টা করে থানকুনিপাতা খেলে করোনা সারবে। আর সেই গুজবে কান দিয়ে গভীর রাত থেকে স্বজনরা দূরে থাকা স্বজনদের ফোন করে বিষয়টি জানান।

করোনা প্রতিরোধে চিকিৎসক থানকুনি পাতার উপকারিতা যা বললেন
করোনা প্রতিরোধে চিকিৎসক থানকুনি পাতার উপকারিতা যা বললেন

যদিও একজন মাওলানা জানিয়েছেন, থানকুনি পাতা খেতে কোনো আলেম বা পীর আদেশ দিয়েছেন বলে কোনো খবর পাওয়া যায়নি। এ পাতা খেলে রোগমুক্তি হবে, ইসলামেও এমন তথ্যেরও কোনো ভিত্তি নেই। চিকিৎসকরাও বলছেন একই কথা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ফরহাদ হোসেন বলেন, থানকুনি পাতা খেলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে-চিকিৎসা বিজ্ঞানে এমন তথ্যের কোনো ভিত্তি নেই। চীন হারবাল চিকিৎসায় অনেক সমৃদ্ধ। তাই এভাবে যদি করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যেত তাহলে চীন অনেক আগে থেকেই এটার ব্যবহার শুরু করত। এ ধরনের গুজবে কান না দেয়ার পরামর্শও দিয়েছেন ডা. ফরহাদ হোসেন।

 

 

Related posts

বৃহস্পতিবার ডায়াবেটিস সচেতনতা দিবস

Lutfur Mamun

যে ৫টি খাবার পেটের চর্বি কমাতে সাহায্য করে

Lutfur Mamun

বাড়িতে রেস্টুরেন্টের মতো পিৎজা তৈরির সিক্রেট

Lutfur Mamun

Leave a Comment