24.4 C
Dhaka
March 10, 2025
International

তসলিমা নাসরিন করোনায় আক্রান্ত হলে কী করবেন

তসলিমা নাসরিন

তসলিমানাসরিনকরোনায়আক্রান্তহলেকীকরবেন

 

বিশ্বের আর সব দেশের মতো ভারতেও ছড়িয়েছে করোনাভাইরাস। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে সব মিলিয়ে এখন পর্যন্ত ৩২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

করোনার থাবা এসে পড়েছে কলকাতাতেও।

তসলিমা নাসরিন
তসলিমা নাসরিন

যে কারণে বৈশ্বিক এই মহামারী নিয়ে শংকিত ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

তিনি জানিয়েছেন, তার শরীরে করোনাভাইরাস সংক্রমিত কি করবেন তিনি।

শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন এই লেখিকা।

তারসেইস্ট্যাটাসটিপাঠকেরউদ্দেশেদেয়াহলো

আমাকে করোনাভাইরাস ধরলে আমি নির্ঘাত মরব। কারণ আমার বয়স বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম। যখন আমার উপসর্গ শুরু হবে, কেউ আমাকে দেখতে আসবে না। সম্পূর্ণ একা তখন আমি। কী করব তখন? প্রিয়রবীন্দ্রসংগীতগুলোশুনতেথাকব।একসময়মরেযাব।আমারমৃতদেহদূরেকোথাওনিয়েপুড়িয়েদেয়াহবে।

আমি যে দিল্লির এইমস আর নিউইয়র্কের ল্যাংগনে মৃতদেহ দান করেছি, কোনও লাভ হবে না, ভাইরাসে মৃত্যু হলে ওরা দেহ নেয় না। পৃথিবীটা হঠাৎ করে কীরকম ভয়াবহ হয়ে উঠেছে। এই পৃথিবীকে আমি চিনি না।

সূত্র :

Related posts

পাকিস্তানের শাদাব বিশ্বকাপ জিততে চান অলৌকিক কিছু ঘটিয়ে,,Pakistan’s Shadab World Cup ||

Lutfur Mamun

রোগের ঝুঁকি কমে নিয়মিত হাত ধুলে ||

Lutfur Mamun

করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ খবর ||বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০

Lutfur Mamun

Leave a Comment