24.4 C
Dhaka
March 15, 2025
Health

আজকের রাশিফল-শনিবার ১৩ মার্চ ২০২১

আজকের রাশিফল-শনিবার ১৩ মার্চ ২০২১

আজকের রাশিফল-শনিবার ১৩ মার্চ ২০২১

 

 

#মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার আয় রোজগার বৃদ্ধির দিন। ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত লাভের আশা করতে পারেন। সাংসারিক ক্ষেত্রে বড় ভাই বোনের সাথে দেখা দেবে ভুল বুঝাবুঝি। চাকরিজীবীদের বকেয়া অর্থ আদায়ের চেষ্টায় রহস্যজনক বাধা। রহস্যময় বন্ধুর কাছ থেকে সাহায্য ও সৎ পরামর্শ পেতে পারেন। সন্ধার পর দূরের যাত্রার যোগ প্রবল। বিদেশ থেকে কাঙ্খীত সংবাদ লাভের আশা।

#বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার কর্মস্থলে জটিলতা দেখা দিতে পারে। সহকর্মীদের কারনে পদস্ত কর্মকর্তার সাথে মতানৈক্যের আশঙ্কা। সাংসারিক বিষয়ে পিতা পিতৃস্থানীয় কারো সাথে ভুল বুঝাবুঝির ভয়। চাকরিজীবীরা কর্মস্থলে চলতে থাকা মতবিরোধ কমিয়ে আনুন। সন্ধার পর বন্ধুদের সাথে দেখা হতে পারে। কোনো বন্ধুর দ্বারা ব্যবসায়ীক ক্ষেত্রে অগ্রগতির যোগ।

#মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার ভাগ্য উত্থানে বাধা বিপত্তির সম্মূখীন হতে হবে। উচ্চ শিক্ষায় হটাৎ করেই বাধা বিপত্তির আশঙ্কা। শিক্ষক ও গবেষকদের আয় রোজগারে কাঙ্খীত ফলাফল বাধাগ্রস্ত হবে। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রার চেষ্টায় অপ্রত্যাশিত অগ্রগতি হতে পারে। সন্ধার পর প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন।

#কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বকেয়া টাকা আদায়ের চেষ্টায় দেখা দেবে রহস্যজনক জটিলতা। পাওনাদারদের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক প্রয়োজনে কোনো প্রকার ঝুঁকি নিতে পারেন। আইনগত জটিলতায় জড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। সন্ধার পর ভাগ্য উন্নতির সুযোগ আসবে। জীবীকার জন্য বিদেশ যেতে পারবেন।

#সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): সিংহ রাশির জাতক জাতিকার সাংসারিক জীবনে ভুল বুঝাবুঝি কাটিয়ে উঠতে হবে। জীবন সাথীর রহস্যজনক আচরন সংসার জীবনে অশান্তির কারন হয়ে উঠবে। অংশিদারী ব্যবসায় কারো উপর নির্ভর করা ঠিক হবে না। সন্ধার পর পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। পুলিশী হয়রানির আশঙ্কা প্রবল।

#কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): কন্যার জাতক জাতিকার কর্মস্থলে জটিলতা বৃদ্ধি পাবে। সহকর্মী কারো ষঢ়যন্ত্রের শিকার হতে পারেন। শারীরিক ও মানসিক অবস্থা ভালো যাবে না। গৃহ সুখের হানি । কাজের লোক বা অধিনস্ত কর্মচারী আপনাকে ঠকাতে চেষ্টা করবে। অনৈতিক সম্পর্ক থেকে সতর্ক হতে হবে। সন্ধার পর ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের যোগ। দাম্পত্য কলহের অবশান আশা করতে পারেন।

#তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকারপ্রেম প্রণয়ে ঝামেলা দেখা দেবে। প্রিয়জনের সাথে বাক্যালাপে হতে হবে সতর্ক। সৃজনশীল পেশাজীবীদের দিনটি লাভদায়ক হবে। অভিনয় ও সঙ্গীত শিল্পীদের কাজের ক্ষেত্রে চলতে থাকা ভুল বুঝাবুঝি ধীরে ধীরে কাটাতে থাকবে। সন্তানের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। পড়াশোনায় চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সন্ধার পর শারীরিক অবস্থা ভোগাবে। অনৈতিক কাজে দূর্ণামের আশঙ্কা।

#বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার পারিবারিক জীবনে অবিশ^াস আর আস্থাহীনতা দেখা দেবে। পরিবারের সদস্যরা আপনার কাজের প্রতি বিশ^াস হারাতে পারেন। প্রতিকূল পরিস্থিতির কারনে নিজের উপর খুব রাগ হতে পারে। ব্যবসায়ীক কাজে দেখা দেবে বাধা বিপত্তি। কর্মস্থলে রহস্যজনক কাজের জন্য জটিলতা দেখা দেবে। সন্ধার পর রোমান্টিক যোগাযোগ বৃদ্ধি পাবে। শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে।

#ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাবে। গনমাধ্যম কর্মী ও সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। অনলাইন ক্রয় বিক্রয়ে প্রতারিত হওয়ার ভয়। নিজের আর্থিক অবস্থার উন্নতিতে বাধা বিপত্তির আশঙ্কা। সন্ধার পর পারিবারিক সুখ শান্তি ফিরে পাবেন। আত্মীয় কুটম্বদের সাহায্য লাভের আশা।

#মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার আর্থিক অবস্থার উন্নতি হবে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে রহস্যজনক সফলতার দিন। হোটেল ও রেস্তোরা ব্যবসায় শ্যালক শ্যালিকার সাহায্য পাওয়ার আশা। আত্মীয় স্বজনের আগমন হবে। সন্ধার পর অনলাইন কেনাকাটায় আশানুরুপ সফল হবেন। ছেটা ভাই বোনের বিবাহর আলোচনা চূড়ান্ত হতে পারে।

#কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রতিকূল পরিস্থিতি কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। নিজের মেধা ও বুদ্ধির জোরে ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয়ের আশা। দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। নিজের রাগ ও জেদকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন। সন্ধার দিকে বকেয়া অর্থ আদায়ের যোগ প্রবল। কোনো সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রীত হতে পারেন।

#মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার বিদেশ যাত্রার যোগ প্রবল। ট্রান্সপোর্ট ব্যবসায় কাঙ্খীত লাভের আশা করতে পারেন। প্রবাসী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের আগমন হতে পারে। অতিথি আপ্যায়নে কিছু অর্থ ব্যয়ের যোগ। ব্যবসায়ীক ক্ষেত্রে আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পাবে।সন্ধার পর কোনো সাঙ্গঠনিক বা রাজনৈতিক ক্ষেত্রে হারানো সম্মান ফিরে পাওয়ার সম্ভাবনা।

 

Related posts

বৈশাখ বরণে কয়েক পদের ভর্তা

Lutfur Mamun

হৃদযন্ত্রের জন্য ডিম কি ঝুঁকিপূর্ণ ?

Lutfur Mamun

চুল ঝলমলে করতে লেবু ব্যবহারের উপায়

Lutfur Mamun

Leave a Comment