24.4 C
Dhaka
July 12, 2025
Lyrics

তুমি আমার সুরে সুরে-হাসান(আর্ক) Tumi amar sure sure- Hasan(Ark) Lyrics

তুমি আমার সুরে সুরে-হাসান(আর্ক)Lyrics

তুমি আমার সুরে সুরে-হাসান(আর্ক)

Tumi amar sure sure- Hasan(Ark)

Lyrics

 

তুমি আমার সুরে সুরে-হাসান(আর্ক)Lyrics
তুমি আমার সুরে সুরে-হাসান(আর্ক)Lyrics

 

তুমি আমার সুরে সুরে-হাসান(আর্ক)Lyrics

Tumi amar sure sure- #Hasan(Ark)

 

ভুলে গেছি কবে এক জোছনা রাতে আধো আলোতে, আর আঁধারে

মন ময়ূরী সাঁজে, উপচে পরা ভাবে, বাহু যুগলে হারিয়ে গেলে

যা ছিল আড়ালে পরিচয় বুঝিনি কখন তা হয়ে গেলো পরিণয়

শুধু বুঝেছি এই হৃদয়ে যে ছোঁয়া লেগেছে তা জ্বালাময়।

 

তুমি আমার সুরে সুরে আছো হৃদ জুড়ে স্বপ্ন কথো কল্পনায়

দিগন্তের একি ঠিকানা যেখানে সীমানা

তুমি আমি তেমনি এক হয়ে মিশে যাই।

 

আজো মনে পরে, একলা বসে ঘড়ে মিছে আলাপন আর বৃষ্টিক্ষণ

স্পর্শ কাতরতা, ভাঙল অসাড়তা জোড়া অধরে তুমি জুড়ে গেলে।

যা ছিল আড়ালে পরিচয় বুঝিনি কখন তা হয়ে গেলো পরিণয়

শুধু বুঝেছি এই হৃদয়ে যে ছোঁয়া লেগেছে তা জ্বালাময়।

তুমি আমার সুরে সুরে আছো হৃদ জুড়ে স্বপ্ন কথা কল্পনায়

দিগন্তের একি ঠিকানা যেখানে সীমানা

তুমি আমি তেমনি এক হয়ে মিশে যাই।

 

ওওও দিন গুলো হারিয়ে যায় বহমান স্রোতের ধারায়

মন…… মন তো আজও পরে আছে তোমাকে পাবার আশায়।

তুমি আমার সুরে সুরে আছো হৃদ জুড়ে স্বপ্ন কথা কল্পনায়

দিগন্তের একি ঠিকানা যেখানে সীমানা

তুমি আমি তেমনি এক হয়ে মিশে যাই। [দুই বার]

Related posts

BABA KOTODIN DEKHINA TOMAY-বাবা কতদিন দেখি না তোমায়

Lutfur Mamun

Alada Alada Lyrics (আলাদা আলাদা)

Lutfur Mamun

LYRIC :Ki Nesha – কি নেশা (কি নেশা ছড়ালে কি মায়ায় জড়ালে) Balam

Lutfur Mamun

Leave a Comment