মিউজিক অঙ্গন থেকে চলে গেল আরও দুটি নক্ষত্র ||’পার্থ গুহ ও হানিফ ” ||শনিবার, ১৩ মার্চ ২০২১ ||
মিউজিক অঙ্গন থেকে চলে গেল আরও দুটি নক্ষত্র ‘পার্থ গুহ ও হানিফ ”
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সঙ্গীতাঙ্গনের দুটি পরিচিত মুখ ‘পার্থ গুহ ও হানিফ ‘’
তারা হলেন পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)।
শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ের সড়কে
এই সড়ক দুর্ঘটনা ঘটে।
একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে মাইক্রো বাসে করে কক্সবাজার যাচ্ছিল,
মিরসরাইয়ের এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লরি রাস্তা ক্রস করে তাদের মাইক্রোবাস কে ধাক্কা দেয় |
এতে ঘটনাস্থলেই প্রাণ যায়
ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক হানিফ ও পার্থকে মৃত ঘোষণা করেন
এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন |