24.4 C
Dhaka
December 21, 2024
Lyrics

Adho Alo Adhare _ Mehreen “মেহরীন মাহমুদ” = আধো আলো আঁধারে =

মেহরীন মাহমুদ আধো আলো আঁধারে

Adho Alo Adhare

মেহরীন মাহমুদ আধো আলো আঁধারে
মেহরীন মাহমুদ
আধো আলো আঁধারে

Composer – Habib Wahid

Tune – Habib Wahid

Lyricist – Shaqui Ahmed

Singer – Mehreen

Type : pop – fusion

Song : Adho Alo Adhare

Album : SE7EN

Music & Mixing : Habib Wahid

Music Production : Habib Wahid

Final Master : Ashish Manchanda

 

মেহরীন মাহমুদ

মেহরীন মাহমুদ আধো আলো আঁধারে
আধো আলো আঁধারে

শত মানুষের ভিড়ে
সহসা এ মন ছুঁয়ে দিয়েছ কখন
সবই যেন লাগে আজ স্বপ্নেরো মতন ।

নিয়ে চলো দূর দখিণাতে
শহরের কোলাহল ছেড়ে
চলোনা যাই হারিয়ে যাই

আজ এই রাতে ।
আধো আলো আঁধারে
শত মানুষের ভিড়ে
সহসা এ মন ছুঁয়ে দিয়েছ কখন
সবই যেন লাগে আজ স্বপ্নেরো মতন ।

নিয়ে চলো তোমারি সেই ঠিকানায়
ছুঁয়ে নিবিড় এ রংধনু মায়ায়
সাত রং ছায়ায়।
চলোনা দূরেরো মায়ায়
জড়াবো প্রিয় তোমায় ।
নিয়ে চলো দূর দখিণাতে
শহরের কোলাহল ছেড়ে
চলোনা যাই হারিয়ে যাই
আজ এই রাতে ।
আধো আলো আঁধারে
শত মানুষের ভিড়ে
সহসা এ মন ছুঁয়ে দিয়েছ কখন
সবই যেন লাগে আজ স্বপ্নেরো মতন ।

মেহরীন মাহমুদ আধো আলো আঁধারে
নিয়ে চলো মেঘেরি দূর সীমানায়

যেথা গভীরে প্রণয়ের আলো
ছুঁয়ে ছুঁয়ে যায় ।
এসোনা অধির এ জোছনায়
হারাবো নিরবতায় ।
নিয়ে চলো দূর দখিণাতে
শহরের কোলাহল ছেড়ে
চলোনা যাই হারিয়ে যাই
আজ এই রাতে ।
আধো আলো আঁধারে
শত মানুষের ভিড়ে
সহসা এ মন ছুঁয়ে দিয়েছ কখন
সবই যেন লাগে আজ স্বপ্নেরো মতন ।

 

Related posts

Alada Alada Lyrics (আলাদা আলাদা)

Lutfur Mamun

তুমি আমার সুরে সুরে-হাসান(আর্ক) Tumi amar sure sure- Hasan(Ark) Lyrics

Lutfur Mamun

একাকী মন Ekaki Mon :Lyrics (Balam)

Lutfur Mamun

Leave a Comment