24.4 C
Dhaka
April 18, 2025
Health

“ভালোবাসা স্বাস্থ্যে পায়ের প্রতি”

ভালোবাসা স্বাস্থ্যে পায়ের প্রতি

“ভালোবাসা স্বাস্থ্যে পায়ের প্রতি”

 

 

স্বাস্থ্যে সুখ আনার কথা যখন আমরা বলি, তখন পায়ের যত্নের কথা আসে সব শেষে। এই অবহেলা ও অযত্নের জন্য ভুগতে হয়। পায়ে ক্রনিক ব্যথা, সংক্রমণ আর দুর্গন্ধ এসব সমস্যা অপ্রীতিকর আর বেদনার। তাই পা-কে একটু ভালোবাসা দিন।

ভালোবাসা স্বাস্থ্যে পায়ের প্রতি
ভালোবাসা স্বাস্থ্যে পায়ের প্রতি

মোজা নিয়ে ভুল
আমরা মোজা পরি কিন্তু খেয়াল করি কম। আরাম ও রোগ প্রতিরোধ দুটোতেই কাজে লাগে এটি। মোজা যদি বড় হয় বা খুব ছোট, তাহলে পায়ে পড়তে পারে ফোসকা। মোজা দিয়ে যাতে বায়ু চলাচল করে, সে জন্য শতভাগ সুতি মোজা পরুন। এতে পা শুকনো থাকবে। ভেজা পা থেকে হয় ফোসকা ও ছত্রাকের সংক্রমণ।  

বাসায় খালি পায়ে হাঁটুন
দিনের কাজের শেষে জুতা-মোজা খুলে পা-কে আরাম দিন। এ সময় স্লিপারে পা গলিয়ে দেওয়া বা অল্প সময় খালি পায়ে হাঁটা যায়। কিন্তু বেশি সময় নয়। তাতে হতে পারে গোড়ালিতে ব্যথা বা টেনডনে প্রদাহ হতে পারে। এক জোড়া মাপসই স্লিপার পরুন। যাঁরা বয়স্ক ও যাঁদের ডায়াবেটিস আছে, তাঁরা পরবেন আরামদায়ক জুতা।
দুর্গন্ধ রোধে ঘরোয়া টোটকা
২০ মিনিট ধরে দুটি টি-ব্যাগ ভেজান ৬০০ এমএল বা আড়াই কাপ পানিতে। তারপর ১৫ মিনিট  জ্বাল দিন। এরপর দেড় লিটার পানি মেশান। হয়ে গেল পা ভেজানোর দাওয়াই। এই পানি দিয়ে পা পরিষ্কার করুন নিয়মিত।

চটি বা ফ্লিপ ফ্লপ
পরা-খোলা সহজ কিন্তু সব সময়ের জন্য নয়। সমুদ্রতীরে পরার জন্য জুতসই কিন্তু হাঁটার জন্য নয়। অল্প সময় পরা যায় কিন্তু দীর্ঘ সময়ের জন্য ভালো নয়। 

পায়ের গন্ধে কুইক ফিক্স
পায়ে আছে দুই লাখ ঘর্মগ্রন্থি। তাই অনেকের পা খুব ঘামে। পায়ের দুর্গন্ধ দূর করতে দিতে পারেন তাঁরা অ্যান্টি পারস্পিরেন টো স্প্রে। 

কিনবেন স্পোর্টস সু
স্পোর্টস স্টোর থেকে স্পোর্টস সু কেনা ভালো। ১২ মাসে একবার বদলে নেবেন সেগুলো। জুতা মাপমতো না হলে পায়ে অসুবিধা হয়। সে জন্য ক্রনিক ফুট পেন হতে পারে। পায়ের বুড়ো আঙুল হবে মাপ। জুতা ভালো করে পরে দেখুন, এরপর কিনুন।

ঝামা পাথর
হালকা করে পায়ে সপ্তাহে একবার ঝামা ঘষে পা ভিজিয়ে শুকিয়ে নেবেন। 

নারকেল তেল উপকারী 
নারকেল তেলে আছে ছত্রাকরোধী গুণ। এটি শুকনো ত্বক করে নরম আর আর্দ্র। তাই এই তেল পায়ের জন্য উপকারী হতে পারে।

সব কড়ার জন্য সার্জারি নয়
পায়ের কড়ায় খুব ব্যথা হলে বা ফুলে গেলে লাগতে পারে অপারেশন। নইলে পায়ের কড়ায় খুব বেশি অসুবিধা নেই। 

পা হবে উজ্জ্বল 
ঘরোয়া উপকরণেই পা উজ্জ্বল করা যায়। সে জন্য ২ কাপ কুসুমগরম পানিতে আধা কাপ ভিনেগার দিয়ে দিন। তাতে ২ টেবিল চামচ বেকিং সোডা দিন। এই মিশ্রণে প্রতি সপ্তাহে ২০ মিনিট পা ভেজান। তারপর দেখুন মজা।

লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ

Related posts

পাকা চুল কালো করবে সরিষার তেলের উপকারিতা

Lutfur Mamun

আমাদের চোখেই রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা

Lutfur Mamun

খালি পেটে ঘুমাতে গেলে যা হয় শরীরে

Lutfur Mamun

Leave a Comment