24.4 C
Dhaka
December 18, 2024
Lyrics

..দুনিয়া সুন্দর মানুষ সুন্দর বাংলা গজল..

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর বাংলা গজল

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর বাংলা গজল

দুনিয়া সুন্দর মানুষ সুন্দর বাংলা গজল
দুনিয়া সুন্দর মানুষ সুন্দর বাংলা গজল

দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

#Dunia_Sundor_Manush_Sundor,

দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

ঝর্ণা ছুটে চলে একেবেকে
পৃথিবীর পথে কত ছবি একে
ঝর্ণা ছুটে চলে একেবেকে
পৃথিবীর পথে কত ছবি একে
নদীরও কলতানে
সাগরের গর্জনে।
নদীরও কলতানে
সাগরের গর্জনে।
ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা।।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

বাগানে ফুঠে ফুল রাশি রাশি
রাতেরই তাঁরা ভরা চাদের হাসি।
বাগানে ফুঠে ফুল রাশি রাশি
রাতেরই তাঁরা ভরা চাদের হাসি।
গুন গুন গানে ঢেকে
মৌমাচি মধু চাকে।
গুন গুন গানে ঢেকে
মৌমাচি মধু চাকে।
ফুলে ফুলে করে হল্লা।।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

দখিনা বাতাস গায়ে পরশ বুলিয়ে
তার টানে পাল তুলে নৌকা চলে
দখিনা বাতাস গায়ে পরশ বুলিয়ে
তার টানে পাল তুলে নৌকা চলে
তোমারি নামে মনে
ভাটিয়ালি সুরের তানে
তোমারি নামে মনে
ভাটিয়ালি সুরের তানে
দাড় টেনে যায় মাঝি মাল্লা।।

জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।

Related posts

তুমি আমার সুরে সুরে-হাসান(আর্ক) Tumi amar sure sure- Hasan(Ark) Lyrics

Lutfur Mamun

=Jeene Laga Hoon= Lyrics – Hindi Song Lyrics

Lutfur Mamun

LYRIC :Ki Nesha – কি নেশা (কি নেশা ছড়ালে কি মায়ায় জড়ালে) Balam

Lutfur Mamun

Leave a Comment