ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন নায়িকা নুসরাত ফারিয়া
নায়িকা নুসরাত ফারিয়া
ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন নায়িকা নুসরাত ফারিয়া
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হওয়া ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জামিনের আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন।
এর আগে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ এবং পরে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। শুনানির সময় আদালতে ফারিয়াকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে তিনি আবেগাপ্লুত হয়ে চোখ মুছছিলেন।
প্রসঙ্গত, ২৮ এপ্রিল ভাটারা থানায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়াসহ ঢাকাই চলচ্চিত্রের আরও ১৬ শিল্পীকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, তারা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করেছেন এবং আর্থিক সহায়তা দিয়েছেন।
#NusratFaria,
#নায়িকা_নুসরাতফারিয়া,
#Dhallywood,
#BangladeshCinema,
#NusratFariaNews,
#নায়িকা_নুসরাত_ফারিয়া,
#NusratFaria,
#DhallywoodActress,
#নুসরাত_ফারিয়া,
#BangladeshiActress,