24.4 C
Dhaka
July 11, 2025
International

শেষ রাতে গাজার পূর্ব আকাশে হঠাৎ গর্জে উঠে বিস্ফোরণের ধ্বনি খান #news,

শেষ রাতে গাজার পূর্ব আকাশে হঠাৎ গর্জে উঠে বিস্ফোরণের ধ্বনি খান।

শেষ রাতে গাজার পূর্ব আকাশে হঠাৎ গর্জে উঠে বিস্ফোরণের ধ্বনি খান

শেষ রাতে গাজার পূর্ব আকাশে হঠাৎ গর্জে উঠে বিস্ফোরণের ধ্বনি খান।শেষ রাতে গাজার পূর্ব আকাশে হঠাৎ গর্জে উঠে বিস্ফোরণের ধ্বনি খান।

 

শেষ রাতে গাজার পূর্ব আকাশে হঠাৎ গর্জে উঠে বিস্ফোরণের ধ্বনি খান। ইউনিসের আবাসন আল কাবিরা এলাকায় ঘুমন্ত শহর জেগে ওঠে ধোঁয়া আর আতঙ্কে ভোরের আলু ফোটার আগেই খেলা শেষ হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানায়, তাঁরা ইসরাইলি বাহিনীর উপর চালিয়েছে সুনির্দিষ্ট ও পরিকল্পিত হামলা।

 

আর কাসামের এক বিবৃতিতে জানানো হয়, ব্রিগেড যুদ্ধারা ইসরাইলি সেনা সমাবেশ এবং সামরিক যানবাহন লক্ষ্য করে অভিযান চালায়। নিশানায় ছিল একটি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি সাঁজোয়াবহর এ পি সি দুইটি সামরিক খনন যন্ত্র ছিল হামলার আওতায় ইয়াসিন ওয়ান ০৫ নামক অ্যান্টি আর্মড রকেট ছুড়ে তারা এই যানগুলোকে ধ্বংস করে।

 

সেনা ছাউনিতে এই আক্রমণের মূল উদ্দেশ্য ছিল এক ইসরায়েলি সেনাকে বন্দি করা। আল কাসাম জানায়, তাঁরা অভিযানের সময় একজন সেনাকে ধরার চেষ্টা করে। কিন্তু যুদ্ধক্ষেত্রের জটিল পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে ওই সেনাকে নিষ্ক্রিয় করে তার অস্ত্রটি দখলে নেওয়া হয়।

শেষ রাতে গাজার পূর্ব আকাশে হঠাৎ গর্জে উঠে বিস্ফোরণের ধ্বনি খান।
শেষ রাতে গাজার পূর্ব আকাশে হঠাৎ গর্জে উঠে বিস্ফোরণের ধ্বনি খান।

আলকাসম যুদ্ধারা জানায়, সংঘর্ষের কিছুক্ষণের মধ্যেই একটি ইসরাইলি হেলিকপ্টার ঘটনাস্থলে অবতরণ করে। আহত সেনাকে উদ্ধার।এই ঘটনাটি কোনও বিচ্ছিন্ন হামলা নয়। আলকাসম জানিয়েছে, ৫ দিন আগেও তারা একই অঞ্চলে একটি মার্কাফা ট্যাঙ্কে শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটায়।

 

পূর্বখান ইউনিসে এই ধারাবাহিক প্রতিরোধ ইঙ্গিত দেয়। গাঁজা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে নয়, বরং প্রতিদিনই নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ইসরাইলি বাহিনীকে।অন্যদিকে ইসরায়েলের ভেতর থেকেই উঠেছে সমালোচনার ঝড়।

 

সম্প্রতি গাঁজার উত্তরে আল কাসামের আরেকটি বিস্ফোরণে সাত জন সেনা নিহত হয়। কিন্তু ইসরায়েলি মিডিয়াতে শুরুতে এই সংখ্যাটি ছিল ভিন্ন। প্রথমে ক্ষয়ক্ষতির পরিমাণ কম দেখানো হয় জানিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করে নির্যা ইয়ে খোদা ব্যাটেলিয়নের পাঁচজন সেনা নিহত এবং দুইজন গুরুতর।আহত হয়েছে। এরপর আরও জানা যায়, মোট আহত সেনার সংখ্যা ১৪। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

 

এই তথ্য গোপনকে কেন্দ্র করে ইসরায়েলের ভেতরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই বলছেন, সরকার পরিকল্পিত ভাবেই এই তথ্য চেপে রাখছে যেন জনগণের মনোবল ভেঙে না পড়ে। ইসরায়েলি মিডিয়া প্ল্যাটফর্ম, হাদারসুদ বজম্যানের দাবি, সেনাবাহিনীর মুখপাত্র ইচ্ছাকৃতভাবে প্রকৃত তথ্য গোপন করছেন।

 

এটি একপ্রকার মানসিক যুদ্ধ।যার লক্ষ্য জনগণের চেতনাকে নিয়ন্ত্রণ করা। তারা দাবি করে এটি নতুন কিছু নয়। ২০০০ ১৮ সাল থেকেই আত্মহত্যার প্রকৃত সংখ্যা নিয়েও গোপনীয়তা পালন করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও ওই বছর আত্মহত্যার সংখ্যা ছিল বারোশ ৮০ র বেশি।

 

সরকার দাবি করে আত্মহত্যার হার নাকি কমেছে।প্ল্যাটফর্মটি আরও প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম না থাকলে আমরা আদৌ কি এই তথ্য জানতে পারতাম?

 

গাঁজা ইস্যুতে আজ যুদ্ধ শুধু ট্যাঙ্ক গোলার নয়, তথ্যেরও একদিকে রণক্ষেত্রে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ, অন্যদিকে গণমাধ্যমে তথ্যপ্রবাহ রুদ্ধ করার চেষ্টা ইসরায়েলের এই তথাকথিত সেন্সরশিপ কৌশল কতটা সফল হবে তার সময়েই বলে দেবে।তবে স্পষ্টতই বোঝা যাচ্ছে, গাঁজার প্রতিরোধ শুধু অস্ত্রের নয় বার্তারও।

 

স্মরণীয় মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের কারণে উত্তেজনা প্রতিনিয়ত বাড়ছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী পর্যন্ত ইসরায়েলি বন্দরে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী জাহাজ ডুবিয়ে দিয়েছে রাশিয়া পর্যন্ত বলছে গাঁজা। ইসরায়েলি পদক্ষেপই পুরো অঞ্চলে উত্তেজনা ছড়াচ্ছে।

 

শেষ রাতে গাজার পূর্ব আকাশে হঠাৎ গর্জে উঠে বিস্ফোরণের ধ্বনি খান।

Last night, the sky east of Gaza suddenly roared with the sound of an explosion.

 

 

 

Related posts

সরাসরি আমেরিকান রেড সিগন্যাল দিল ইরান || # #news #iran #ytshorts #israel #youtube #football

Lutfur Mamun

মহাকাশ উৎক্ষেপণ করা হয়েছে নতুন মহাশূন্য টেলিস্কোপ জেমস ওয়েব ||

Lutfur Mamun

করোনা ভাইরাস সর্বশেষ সংবাদ ||রোববার, ২৩ আগস্ট ২০২০

Lutfur Mamun

Leave a Comment