24.4 C
Dhaka
December 22, 2024
News

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আনুষ্ঠানিক বক্তব্য নিয়ে আসছেন

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আনুষ্ঠানিক বক্তব্য নিয়ে আসছেন

 

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আনুষ্ঠানিক ভাবে নিজের অবস্থান নিয়ে মুখ খুলতে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার সন্ধ্যায় ফিউচার ইনিশিয়েটিভ সম্মেলনে ভাষণ দেয়ার কথা রয়েছে মোহাম্মদ বিন সালমানের । সেখানেই জামাল খাশোগির হত্যার বিষয়ে প্রথম মুখ খুলতে পারেন তিনি। খবর আল জাজিরা’র।

এদিকে সৌদি প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার থাকতে পারে এমন কথা প্রথমবারের মতো স্বীকার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ওয়ালস্ট্রিট জার্নালকে দেয়া মার্কিন প্রেসিডেন্টের এক সাক্ষাৎকারে ট্রাম্প সৌদি যুবরাজের খাশোগি হত্যায় সম্পৃক্ততার বিষয়টি নিয়ে কথা বলেন। এর আগে খাশোগি হত্যায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজের সেই অস্বীকৃতি তখন মেনেও নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, সৌদি আরব ও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক জামাল খাশোগি গত ২ অক্টোবর প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তানবুল শহরের সৌদি দূতাবাসে প্রবেশের পর আর বের হননি। সৌদি আরব অবশ্য বলছে, খাশোগি দূতাবাস ভবন থেকে বের হয়ে গেছেন। ওই সময় তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়েছে। ২ অক্টোবর তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ আঙ্কারার।যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত জামাল খাশোগি সৌদি সরকারের কঠোর সমালোচক ছিলেন। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার পরিকল্পনার বিরোধী ছিলেন তিনি। ওয়াশিংটন পোস্ট ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সৌদি আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক অনুষ্ঠানগুলোতে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন খাশোগি।তিনি সৌদি রাজপরিবারের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

Related posts

বসন্ত এবং বই মেলা, বাঙালীর প্রাণের মেলা ২০১৮ | Spring and Book Fair, 2018 |

Lutfur Mamun

‘দুঃসংবাদ’‘ দেশের আইফোন গ্রাহকদের জন্য | ‘Bad news’ for iPhone customers in the country 2018 |

Lutfur Mamun

করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ খবর মঙ্গলবার , ৫ মে ২০২০

Lutfur Mamun

Leave a Comment