24.4 C
Dhaka
March 10, 2025
News

নির্বাচনে বাতিল হওয়া আপিলের শেষ দিনের আপিল শুনানি চলছে ২০১৮

নির্বাচনে বাতিল হওয়া আপিলের শেষ দিনের আপিল শুনানি চলছে ২০১৮

নির্বাচনে বাতিল হওয়া আপিলের শেষ দিনের আপিল শুনানি চলছে ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়ন প্রত্যাশীদের করা আপিলের পক্ষে-বিপক্ষে শুনানি তৃতীয় ও শেষ দিনের মতো চলছে। শনিবার সকাল ১০টায় নির্বাচন কমিশন (ইসি) ভবনের ১১তলায় অবস্থিত অস্থায়ী এজলাসে শুনানি শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে শুনানিতে অন্যান্য কমিশনার, ইসির সচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত আছেন।
জানা গেছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে প্রার্থিতা হারানো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলটি থেকে বেরিয়া যাওয়া প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের প্রার্থিতা বৈধ হবে কি না সেটিও জানা যাবে আজ।
নির্বাচন কমিশনে (ইসি) তাদের করা আপিলের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হবে। এর পরই জানা যাবে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না। যদিও ইসির শুনানিতে প্রার্থিতা বাতিল হলে তাদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
এর আগে বৃহস্পতিবার প্রথম দিন এবং গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়। গত দুই দিনে মোট ৩১০ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
এর মধ্যে বৃহস্পতিবার আপিল তালিকার ১ থেকে ১৬০ পর্যন্ত শুনানি হয়। এতে ৮০ জন তাদের প্রার্থিতা ফেরত পান। যার মধ্যে ৩৮ জন বিএনপির এবং আওয়ামী লীগের একজন।
গতকাল শুক্রবার আপিল তালিকার ১৬১ থেকে ৩১০ পর্যন্ত শুনানি হয়। এদিন শুনানি শেষে এতে ৭৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে বিএনপির ২১ জন। আর ৬৫ জনের আবেদন আপিলেও নামঞ্জুর হয়। ৭ জনের আবেদন পেন্ডিং রাখা হয়, যার আদেশ আজ দেবে নির্বাচন কমিশন।
এদিকে, আজ শনিবার শেষ দিন ৩১১ থেকে ৫৪৩ পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে। আজ শেষ দিন হওয়ায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপিল শুনানি চলবে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর নানা কারণে ৭৮৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
এদের মধ্যে ৫৪৩ জন তাদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।
প্রসঙ্গত, আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। আর ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Related posts

বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্বর্ণের দাম কমলো ||

Lutfur Mamun

News headline about the Corona virus || বাংলা পত্রিকার সংবাদ শিরোনাম || 2020 |

Lutfur Mamun

আজকের পত্রিকার সংবাদ শিরোনাম সোমবার , ১ জুন ২০২০ ||

Lutfur Mamun

Leave a Comment