ভারতীয় নোট নেপালে নিষিদ্ধ ₹ ১০০-র বেশি মূল্যের
নেপালে নিষিদ্ধ হয়ে গেল ১০০ টাকার বেশি মূল্যের ভারতী। এক নির্দেশিকায় এমনই জানিয়েছে সে দেশের সরকার।
ভারতের এই প্রতিবেশি দেশে তাদের নিজস্ব মুদ্রার পাশাপাশি ভারতীয় মুদ্রারও যথেষ্ট চল আছে। যার ফলে নেপাল সরকারে এই সিদ্ধান্তে সে দেশে ঘুরতে যাওয়া ভারতীয় পর্যটকরা সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে।
নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রী গোকুল প্রসাদ বাসকোটা জানিয়েছেন, বাসিন্দাদের ১০০ টাকার বেশি মূল্যের ভারতীয় নোট নিজেদের কাছে বা জমা না রাখতে বলা হয়েছে।
নেপালে ভারতীয় মুদ্রা গ্রহণযোগ্য হলেও সেখানে ₹১০০-র বেশি মূল্যের নোট নিয়ে প্রবল সমস্যার মুখে পড়তে হয় পর্যটকদের। এমনকী, ২০১৬ সালের নভেম্বরের নোট বাতিলের ঘটনার আগেও সেখানে একই পরিস্থিতি ছিল। জাল নোটের সমস্যা এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।