24.4 C
Dhaka
May 14, 2025
News

১৪৪ ধারা জারি,কাশ্মিরে বনধে জনজীবন বিপর্যস্ত

১৪৪ ধারা জারি,কাশ্মিরে বনধে জনজীবন বিপর্যস্ত

১৪৪ ধারা জারি,কাশ্মিরে বনধে জনজীবন বিপর্যস্ত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের যৌথ প্রতিরোধ নেতৃত্বের ডাকা বনধের ফলে উপত্যকাজুড়ে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার বনধকে কেন্দ্র করে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার ছয়টি থানা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

শনিবার পুলওয়ামার সিরনো এলাকায় গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ এবং পরবর্তী সংঘর্ষে ১১ জন নিহত হয়। নিহতদের মধ্যে সাত বেসামরিক ব্যক্তি, তিন গেরিলা ও এক সেনা সদস্য রয়েছে।

১৪৪ ধারা জারি,কাশ্মিরে বনধে জনজীবন বিপর্যস্ত
১৪৪ ধারা জারি,কাশ্মিরে বনধে জনজীবন বিপর্যস্ত

নিরাপত্তা বাহিনীর গুলিতে বেসামরিক মানুষ ও গেরিলা সদস্যরা নিহত হওয়ার প্রতিবাদে হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানী, মীরওয়াইজ ওমর ফারুক ও মুহাম্মদ ইয়াসীন মালিকের সমন্বিত যৌথ প্রতিরোধ নেতৃত্ব শনিবার থেকে তিন দিনের বনধের ডাক দেয়।
ভারতের পশ্চিমবঙ্গের ‘বন্দি মুক্তি কমিটি’র সম্পাদকমণ্ডলীর সদস্য ভানু সরকার বলেন, ‘আমরা ওই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কাশ্মিরে এ পর্যন্ত যত সংঘর্ষ-হত্যা হয়েছে, ভুয়া সংঘর্ষ-হত্যা হয়েছে সমস্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি জানাচ্ছে বন্দি মুক্তি কমিটি।’

বনধকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নৌহাট্টা, খানইয়ার, রায়নাওয়াড়ি, সাফাকদল, এম আর গঞ্জ ও মৈসুমা থানা এলাকায় নিষেধজ্ঞা জারি করা হয়। নিরাপত্তাজনিত কারণে কাশ্মির উপত্যকায় ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়। বনধের ফলে দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ ছিল। সড়কে কোনও যান চলাচল করেনি।
সাত বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে কাশ্মিরের রাজবাগ থেকে আওয়ামি ইত্তেহাদ পার্টির নেতা ইঞ্জিনিয়ার রশিদের নেতৃত্বে সোনাওয়ারে জাতিসঙ্ঘের দফতরের দিকে একটি প্রতিবাদ মিছিল যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

এসময় বিক্ষোভকারীরা নিরীহ মানুষকে হত্যা বন্ধসহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি থামিয়ে দেয় এবং ইঞ্জিনিয়ার রশিদসহ অন্য কর্মীদের আটক করে রাজবাগ থানায় নিয়ে যায়।

Related posts

News headline in Bangla 08 Fabruary 2020 || আপনি দেখছেন বাংলা পত্রিকার সংবাদ শিরোনাম ||

Lutfur Mamun

Nodi Vora Dheu Bojhe Nato Keu | Bangla Folk Song | Cover Song By, Pinto Ghesh | Lutfur MamuN

Lutfur Mamun

#আইপিএল মার্চের শেষ সপ্তাহে শুরু হচ্ছে ও টি ২০ খেলোয়াড়দের আনা হলো চট্টগ্রামে | #ক্রিকেট_বাংলাদেশ, |

Lutfur Mamun

Leave a Comment