শাকিব খান নৌকায় ভোট চাইলেন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট চাইলেন চিত্রনায়ক শাকিব খান।
রোববার ফেইসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। ভিডিওবার্তার শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে’ কবিতার সঙ্গে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুলনা করেন শাকিব খান।
এ অভিনেতা বলেন, “দেশের প্রধানমন্ত্রী তিনি, তার আছে নিয়মনীতি-শৃংখলা কিন্তু সবকিছুকে পেছনে ফেলে উজ্জলতর হয়ে উঠেছে একজন মমতাময়ী মায়ের আবেগ।”
নিমতলী অগ্নিকাণ্ডে দুই বোনের দায়িত্ব নেওয়া, ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া ও অসুস্থ কবি-সাহিত্যিকদের পাশে দাঁড়ানোর উদাহরণ টেনে শাকিব বলেন, “বাংলাদেশের ১৬ কোটি মানুষকে পরম মমতায় আগলে রেখেছেন তিনি। পৃথিবীর মানুষের কাছে হয়ে উঠেছেন ‘মাদার অব হিউম্যানিটি’।”
দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি।
এবার সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনের কথা বললেও পরে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন এ অভিনেতা।