24.4 C
Dhaka
May 14, 2025
International

ক্ষমা চেয়ে কথা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন জাপান উপ-প্রধানমন্ত্রী

ক্ষমা চেয়ে কথা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন জাপান উপ-প্রধানমন্ত্রী

ক্ষমা চেয়ে কথা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন জাপান উপ-প্রধানমন্ত্রী

জাপানে নিম্ন জন্মহারের জন্য নারীদের দোষারোপ করে পরে সমালোচনার মুখে ক্ষমা চেয়ে কথা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী তারো আসো।
জাপানের ফুকুদায় এক বৈঠককালে তারো আসো বলেছিলেন, জাপানে অর্থনীতির অবনতি এবং স্বাস্থ্যসেবায় ব্যয় নিয়ে উদ্বেগের মূল কারণ বয়স্ক মানুষ- এমন কথা ঠিক নয়। বরং নারীরাই সন্তান জন্ম দিচ্ছে না-সেটিই সমস্যা।

শিশু জন্মহার কমার সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষ বেড়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে বলে মত দেন তিনি।

তার এ কথার পর এর তীব্র সমালোচনা করেন বিরোধীদলীয় এমপি’ রা। তারো আসোর কথায় সন্তান নিতে অপারগ দম্পতিরা মর্মাহত হতে পারেন বলে তারা সমালোচনা করেন।

এরপরই মঙ্গলবার তারো আসো তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে কথা ফিরিয়ে নেন। তিনি বলেন, “আমি আমার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। ভবিষ্যতে কথা বলার ব্যাপারে আমি সতর্ক থাকব।”

২০১৫ থেকে ২০৫০ সালের মধ্যে জাপানে জনসংখ্যা প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবমতে, দেশটিতে এরই মধ্যে নারীপ্রতি সন্তান জন্মদানের সংখ্যা গড়ে ১৯৬০ সালের ২.০ শতাংশ থেকে কমে ২০১৬ সালে ১ দশমিক ৪৪ হয়েছে।

Related posts

করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ খবর ||শনিবার, ২৭ জুন ২০২০

Lutfur Mamun

করোনা ভাইরাস সর্বশেষ সংবাদ || শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০

Lutfur Mamun

করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ খবর সোমবার , ১১ মে ২০২০ , ২৮ বৈশাখ ,১৭ রমজান

Lutfur Mamun

Leave a Comment