24.4 C
Dhaka
May 14, 2025
International

রহস্য ফাঁস স্বয়ং বাদশার,অক্ষয়ের সঙ্গে শাহরুখের যৌথ কাজ অসম্ভব,

রহস্য ফাঁস স্বয়ং বাদশার,অক্ষয়ের সঙ্গে শাহরুখের যৌথ কাজ অসম্ভব,

রহস্য ফাঁস স্বয়ং বাদশার,অক্ষয়ের সঙ্গে শাহরুখের যৌথ কাজ অসম্ভব,

শাহরুখ, সলমন আর আমিরের ছবি মুক্তি মানেই বলিউড খান খান! অর্থাৎ তাঁদের ছবি মানেই সুপারহিট ব্লকব্লাস্টার। ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা, গুরুর নিরিখে কাকে আগে এগিয়ে রাখবে এই নিয়ে চলে লড়াই। এদিকে তিন খানের যে বিশাল সদভাব এমনটা নয়।
শাহরুখ, সলমন আর আমিরের ছবি মুক্তি মানেই বলিউড খান খান!
অর্থাৎ তাঁদের ছবি মানেই সুপারহিট ব্লকব্লাস্টার।
ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা, গুরুর নিরিখে কাকে আগে এগিয়ে রাখবে এই নিয়ে চলে লড়াই।
এদিকে তিন খানের যে বিশাল সদভাব এমনটা নয়।

রহস্য ফাঁস স্বয়ং বাদশার,অক্ষয়ের সঙ্গে শাহরুখের যৌথ কাজ অসম্ভব,
রহস্য ফাঁস স্বয়ং বাদশার,অক্ষয়ের সঙ্গে শাহরুখের যৌথ কাজ অসম্ভব,

শাহরুখ, সলমন আর আমিরের ছবি মুক্তি মানেই বলিউড খান খান! অর্থাৎ তাঁদের ছবি মানেই সুপারহিট ব্লকব্লাস্টার। ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা, গুরুর নিরিখে কাকে আগে এগিয়ে রাখবে এই নিয়ে চলে লড়াই। এদিকে তিন খানের যে বিশাল সদভাব এমনটা নয়। একে অপরের সঙ্গে সিনেমা করার ইচ্ছে কদাচিৎ প্রকাশ করলেও বাস্তবে তা সম্ভবপর নয়। মানে এখনও পর্যন্ত কোনও পরিচালক এই অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেননি আরকী। তা ইন্ডাস্ট্রিতে এই তিন খানের অবদান অনস্বীকার্য।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখকে প্রশ্ন করা হয়,অক্ষয় কুমার তো আপনার বিশেষ বন্ধু। তাহলে অক্ষয়ের সঙ্গে আপনাকে পর্দায় দেখা যাবে কি? উত্তরে শাহরুখ জানান, ‘অক্ষয়ের সঙ্গে কাজ মানেই দারুণ মজা। কারণ আমাদের তো দেখাই হবে না। এর কারণ জানতে চাওয়ায় তিনি বলেন, অক্ষয় খুব সকালে ঘুম থেকে ওঠে। ওর দিন শুরু হয় অনেকটা আগে। আর যখন ও কাজ শুরু করে তখন আমি ঘুমোতে যাই। রাত জেগে কাজ আমার বেশি পছন্দের। তাই কোনও দিনই আমাদের সময় এক হবে না। তবে আমি অক্ষয়ের মতো কাজ এবং অক্ষয়ের সঙ্গে কাজ করতে চাই’।

তবে এবছর অক্ষয়ের হাতে ছবির সিরিজ। আর কিং খান এখনও পর্যন্ত তাঁর নতুন প্রোজেক্ট নিয়ে কিছুই জানাননি।

Related posts

ICC World Cup 2019 ,বাংলাদেশের টাইগারদের জয় দিয়ে শুরু

Lutfur Mamun

সিনেমায় প্রশংসিত ভূমি,বলিউড বাদশাহ শাহরুখ‘ডাঙ্কি’নুসরাত ফারিয়াকে হাসপাতালে ভর্তি ||

Lutfur Mamun

#করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ খবর , ||সোমবার, ১৫ জুন ২০২০

Lutfur Mamun

Leave a Comment