24.4 C
Dhaka
July 18, 2025
International

ভারতে ৯২ জন নিহত ভেজাল মদ খেয়ে

ভারতে ৯২ জন নিহত ভেজাল মদ খেয়ে

৯২ জন নিহত ভেজাল মদ খেয়ে

ভারতের উত্তরাখণ্ড প্রদেশে তৈরি বিষাক্ত মদ খেয়ে দুই প্রদেশে ৯২ জনের জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের। মদ তৈরিকারকদের বিরুদ্ধে এখন যৌথ অভিযান শুরু করেছে উভয় প্রদেশের পুলিশ। খবর ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিনের।
জানা গেছে, মিরাটে ১৮, সাহারানপুরে ৪৬, রুরকিতে ২০ ও কুশীনগরে ৮ জনের মৃত্যু হয়েছে৷

উত্তরপ্রদেশের ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের রাজ্য সরকার৷ পাশাপাশি চিকিৎসাধীনদের জন্য ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে।

পুলিশের তদন্তে জানা গেছে, ওই বিষাক্ত মদ তৈরি হয়েছে উত্তরাখণ্ডে৷ দুটি রাজ্যেই একই জায়গা থেকে মদ সরবরাহ করা হয়েছিল৷ প্রথম ৫ জনের মৃত্যু হয় শুক্রবার ভোরে৷ সাহারানপুরের উমাহি গ্রামে৷ ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে৷ পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে৷ স্থানীয়রা জানিয়েছেন, বেশ কয়েক জনের অবস্থা এখনও উদ্বেগজনক৷

এ ঘটনায় ৩টি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে৷ শনিবার রাতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড পুলিশের যৌথ বাহিনী।

এ ঘটনার ৩ দিন আগে উত্তরপ্রদেশের কুশীনগরে বিষমদ খেয়ে মৃত্যু হয় ১০ জনের৷ ওই ঘটনায় ৯ সরকারি অফিসারকে বরখাস্ত করা হয়৷

Related posts

করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ খবর ||বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০

Lutfur Mamun

কোটা আন্দোলন -Quota Andolina 2024

Lutfur Mamun

করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ খবর ||মঙ্গলবার, ১৬ জুন ২০২০

Lutfur Mamun

Leave a Comment