24.4 C
Dhaka
July 18, 2025
International

ইরান হামলার ব্যাপারে পাকিস্তানকে উচ্চ মূল্য দিতে হবে

ইরান হামলার ব্যাপারে পাকিস্তানকে উচ্চ মূল্য দিতে হবে

ইরান হামলার ব্যাপারে পাকিস্তানকে উচ্চ মূল্য দিতে হবে

পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে অভিযোগ করে এজন্য দেশটিকে ‘উচ্চ মূল্য চুকাতে হবে’ বলে হুঁশিয়ার করেছে ইরান।
বুধবার দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর ২৭ সদস্য নিহত হন।

সুন্নি জঙ্গিগোষ্ঠী জইশ আল আদল এ হামলার দায় স্বীকার করেছে।

এ ধরনের সুন্নি জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানের নিরাপদ আস্তান থেকে তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ ইরানের শিয়া মুসলিম কর্তৃপক্ষের।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানি বাহিনীর ওপর হামলাকারী সুন্নি জঙ্গি গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার জন্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকেও দায়ী করে এসব দেশ ‘প্রতিশোধমূলক অভিযানের’ মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফারি।

রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত মন্তব্যে জাফারি বলেছেন, “কেন পাকিস্তানের সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো এসব বিপ্লববিরোধী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেয়? কোনো সন্দেহ নেই পাকিস্তানকে এজন্য ‍উচ্চ মূল্য চুকাতে হবে।”

ইস্পাহান শহরে বুধবারের হামলায় নিহতদের জানাজার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাফারি এসব কথা বলেন।

“এই গত বছর, ছয় থেকে সাতটি আত্মঘাতী হামলা ব্যর্থ করে দেওয়া হয়, কিন্তু তারা এ হামলাটি চালাতে সক্ষম হয়েছে।

“বিশ্বাসঘাতক সৌদি ও আরব আমিরাত সরকারের জানা উচিত, ইরানের ধৈর্য্যধারণ শেষ হয়েছে এবং আমরা ইসলামবিরোধী অপরাধীদের প্রতি আপনাদের গোপন সমর্থন আর সহ্য করবো না,” জনতার উদ্দেশ্যে বলেন তিনি।

জনতা সমস্বরে ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে তার কথায় সায় দেয়।

ইরান অভিযোগ করলেও কথিত ‍সুন্নি জঙ্গিগোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার কথা অস্বীকার করেছে পাকিস্তান, সৌদি আরব ও আরব আমিরাত।

Related posts

করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ খবর ||রোববার, ১৪ জুন ২০২০

Lutfur Mamun

World News Bangla Palestinians & Israelis _ 2025

Lutfur Mamun

বাংলা ব্লকের কর্মসূচি রাজধানী থেকে সরাসরি,Bangla block programs directly from the capital,2024

Lutfur Mamun

Leave a Comment