নিহত কমপক্ষে ১০ ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে
গাড়ি-ট্রাকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। ঘটনাটি ঘটেছে শনিবার ঝাড়খণ্ডের রামগড়ে। পুলিস জানিয়েছে, সকালে রাঁচি-পটনা হাইওয়ে দ্রুতগতিতে আসা একটি ইনভো গাড়ির সঙ্গে উলটো দিকে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক।
পুলিস জানিয়েছে, ওই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। দেহগুলিকে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। নিহতরা এক পরিবারের কি না তদন্ত করে দেখা হচ্ছে। একটি স্বতঃপ্রণোদিত এফআইআর করেছে পুলিস। চালকের খোঁজে তদন্তে নেমেছে পুলিস।