24.4 C
Dhaka
April 17, 2025
International

মসজিদে হামলা পাঁচটি বৈধ অস্ত্র নিয়ে

মসজিদে হামলা পাঁচটি বৈধ অস্ত্র নিয়ে

মসজিদে হামলা পাঁচটি বৈধ অস্ত্র নিয়ে

মসজিদে হামলা পাঁচটি বৈধ অস্ত্র নিয়ে
মসজিদে হামলা পাঁচটি বৈধ অস্ত্র নিয়ে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে কমপক্ষে ৪৯ জনকে হত্যা করা হয়। পাঁচটি বৈধ অস্ত্র নিয়ে ভয়াবহ ওই হামলা চালিয়েছে ২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারেন্ট। ওই হামলাকারীর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। স্থানীয় সময় শুক্রবার জুম্মার নামাজের সময় ওই হামলা চালানো হয়।

হামলার পর থেকেই ক্রাইস্টচার্চে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো দেশজুড়ে সব মসজিদ বন্ধ রাখা হয়েছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান বলেছেন, এই হামলা ছিল একটি উগ্র-সন্ত্রাসবাদী হামলা এবং হামলাকারীর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল।

তিনি বলেন, মসজিদের হামলার এই ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যক্তির পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং একটি লাইসেন্স ছিল। এই ঘটনার পর দেশের অস্ত্র আইনে পরিবর্তন আনার কথাও বলেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, তারা হামলার ঘটনার পর দুটি মসজিদ থেকেই গোলাবারুদ উদ্ধার করেছে এবং সন্দেহভাজন একজনের গাড়ির ভেতর বিধ্বংসী ডিভাইস পাওয়া গেছে।

প্রধানমন্ত্রী জাসিন্দা জানিয়েছেন, হামলাকারী ওই ব্যক্তির কাছে দুটি সেমি অটোমেটিক অস্ত্র, দুটি শটগান এবং একটি লিভার অ্যাকশন আগ্নেয়াস্ত্র ছিল।

তিনি জানিয়েছেন, ২০১৭ সালের নভেম্বরেই অস্ত্রের লাইসেন্স করেছিল ব্রেন্টন। প্রধানমন্ত্রী জাসিন্দা বলেন, আমাদের অস্ত্র আইনে পরিবর্তন আনা হবে। এর আগে ২০০৫, ২০১২ এবং ২০১৭ সালের অনুসন্ধানের পর অস্ত্র আইনে পরিবর্তন আনার চেষ্টা করা হয়। তবে এখন অস্ত্র আইনে পরিবর্তন আনার সময় এসেছে বলে উল্লেখ করেন তিনি।

তবে মসজিদে হামলা চালানো ব্রেন্টনের নামে আগের কোন অপরাধের রেকর্ড নেই। শনিবার তাকে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে। তবে শনিবার তার পক্ষ থেকে তার আইনজীবী জামিনের কোন চেষ্টা করেননি বলেও জানানো হয়েছে। আগামী ৫ এপ্রিল আবারও তাকে আদালতে হাজির করা হবে।

Related posts

উত্তাপ ছড়ালেন রুনা খান মাঘের শেষে ||Runa Khan spread the heat at the end of Magh ||

Lutfur Mamun

স্মৃতি ফিরে এল আয়লানের , নদীতে শরণার্থী বাবা-মেয়ের দেহ ভেসে উঠল

Lutfur Mamun

#ওমিক্রনে আক্রান্ত একদিনে সাড়ে ৪ লাখ শনাক্ত, মৃত্যু ৪ হাজারের বেশি | #Omicron,#omicron_Variant, 2021

Lutfur Mamun

Leave a Comment