ঋতুপর্ণা সেনগুপ্ত রং খেলায় মাতলেন
দোল পূর্ণিমা উপলক্ষে বলিউডের পাশাপাশি দোল খেলায় মেতেছেন টালিগঞ্জের তারকারাও। নিজের বাড়িতেও রং খেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে উপস্থিত ছিলেন তাঁর আগামী ছবি ‘বসু পরিবার’ -এর পরিচালক সুমন ঘোষ ও নবাগতা অভিনেত্রী তথা নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্কর (তনুশ্রী শঙ্করের মেয়ে)। পাশাপাশি ঋতুপর্ণার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘আহা রে’-পরিচালক রঞ্জন ঘোষও সেখানে উপস্থিত ছিলেন।
এদিন সকলকে দোলের শুভেচ্ছাও জানান ঋতুপর্ণা সেনগুপ্ত।
প্রসঙ্গত পরিচালক সুমন ঘোষের ছবি ‘বসু পরিবার’-এ বাংলার দর্শক খুঁজে পাবে একসময়ের বাংলা ছবির জনপ্রিয় জুটি সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেনকে। এছড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে কৌশিক সেন, শাশ্বত চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেতা-অভিনেত্রীদের। জানা যাচ্ছে জয়েস জোনাসের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।
অন্যদিকে ঋতুপর্ণার সদ্য মুক্তি প্রাপ্ত ছবি ‘আহা রে’ মুক্তি পাওয়ার পর ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে ২৫দিন পার করে ফেলেছে। সিনেমাপ্রেমীরা বেশ পছন্দ করছে।