মাশরাফি ক্রিকেট মাঠে , স্ত্রী সুমি রাজনীতির মাঠে ব্যস্ত
নড়াইলের সাধারণ মানুষের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি মাশরাফি-পত্নী যোগ দিয়েছেন একাধিক অনুষ্ঠানে।
একে তো জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক; অন্যদিকে নড়াইল-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য। তাই তো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ার পর দুই দিকই সামলাতে হচ্ছে মাশরাফি বিন মুর্তজাকে।
আর কদিন বাদেই বিশ্বকাপ। তার আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিয়ে আয়ারল্যান্ডে অবস্থান করছেন মাশরাফি। এমন অবস্থায় নড়াইলের সাধারণ মানুষের খোঁজ-খবর নিতে নির্বাচনি এলাকায় ব্যস্ত সময় পার করছেন তার স্ত্রী সুমনা হক সুমি।
নড়াইলের সাধারণ মানুষের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি মাশরাফি-পত্নী যোগ দিয়েছেন একাধিক অনুষ্ঠানে।
১৫ মে, বুধবার যশোর পৌঁছান সুমি। সেখান থেকে বাসায় ফিরে চলে যান জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। ওই সময় তিনি জেলা মহিলা যুবলীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে দুর্ঘটনায় গুরুতর আহত নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া এলাকার ওসমান মোল্লার স্ত্রী অসুস্থ রুবিয়া বেগমকে দেখতে যান।
রুবিয়া বেগমের চিকিৎসা খরচ বাবদ ৫০ হাজার টাকা দেন সুমি। এরপর জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর খাদিজাতুল কোবরা মহিলা এতিম খানা ও মাদরাসায় রোজাদারদের সঙ্গে ইফতার মাহফিলে যোগদান করেন। এ ছাড়া নড়াইল শহরে অবস্থিত আঁধারের জোনাকি নামে সুবিধা বঞ্চিত শিশুদের বিদ্যালয়ে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির বাবার বাড়ি লোহাগড়া উপজেলার দেবী গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বাচ্চুর ছোট মেয়ে। তাকে নিয়ে গর্বের শেষ নেই নড়াইলবাসীর। মাশরাফির অনুপস্থিতিতে সুমিকে বরণ করে নেয় নড়াইলবাসী।
অনেকেই মাশরাফি-পত্নীর এই কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশ করেছেন। সেই ছবিগুলোতে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে।