24.4 C
Dhaka
May 14, 2025
তথ্যপ্রযুক্তি

এবার ফোনে কথা বলা যাবে ইন্টারনেট-সিম ছাড়া

এবার ফোনে কথা বলা যাবে ইন্টারনেট-সিম ছাড়া

এবার ফোনে কথা বলা যাবে ইন্টারনেট-সিম ছাড়া

মোবাইল ফোনে কথার বলার প্রথম শর্তই হচ্ছে সিম কিংবা ইন্টারনেট সংযোগ। কিন্তু যুগ পাল্টাচ্ছে! ওয়াইফাই ও সিম ছাড়াও ফোনে কথা বলা যাবে, এমনটি দাবি করছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো।

এবার ফোনে কথা বলা যাবে ইন্টারনেট-সিম ছাড়া

সম্প্রতি চীনের সাংহাইতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মেস টক সার্ভিস নিয়ে কথা বলে অপো। সেখানে অপো জানিয়েছে, মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই এবং ব্লুটুথ সংযোগ ছাড়াই নির্দিষ্ট দূরত্বের মধ্যে দুজন ব্যক্তির কাছে অপো ডিভাইস থাকলে ফোন এবং মেসেজ করা যাবে।

প্রতিষ্ঠানটি বলছে, এই যোগাযোগ ব্যবস্থা তিন কিলোমিটার দূরত্বের মধ্যে গড়ে তোলা সম্ভব হবে। এই সার্ভিসটি চালু হলে ফোনের ব্যাটারিতে বাড়তি কোনো চাপ পড়বে না। যা একটানা তিন দিন পর্যন্ত চলবে এবং স্বল্প চার্জেও জরুরি মূহুর্তে ব্যবহার করা যাবে।

মূলত অপো ডিভাইসে যোগাযোগের জন্য নেটওয়ার্ক সিস্টেমে ‘অ্যাডহক’ লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে অন্য অপো ডিভাইসটির সঙ্গে যুক্ত করবে। এরজন্য কোনো মোবাইল নেটওয়ার্ক স্টেশনের প্রয়োজন হবে না।

Related posts

How to setup Focusrite Scarlett 2i2 3rd gen -Driver – Bangla Tutorial || 2021

Lutfur Mamun

উবার চালকদের নিরাপত্তা দেবে

Lutfur Mamun

উইন্ডোজকে ফাস্ট করার ১০টি সহজ উপায়

Lutfur Mamun

Leave a Comment