24.4 C
Dhaka
April 18, 2025
International

করোনা কারাবন্দিদের মুক্তি দিচ্ছে ভারত

করোনা কারাবন্দিদের মুক্তি দিচ্ছে ভারত

করোনা কারাবন্দিদের মুক্তি দিচ্ছে ভারত

করোনা আতঙ্কে ভারতে রাজ্যের বিভিন্ন জেলের তিন হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই তাদের মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কারা কতৃপক্ষ।  

রাজ্যে প্রতিটি জেলে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ থাকায় করোনা মোকাবেলায় তাদের আপাতত মুক্তি দেওয়া হচ্ছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা সালসারএগ্‌জ়িকিউটিভচেয়ারম্যানদীপঙ্করেরদত্তেরনেতৃত্বেউচ্চক্ষমতাসম্পন্নকমিটিবৈঠকেবসে।

এই কমিটি ১০১৭ জন দণ্ডিত বন্দি এবং ২০৫৯ জন বিচারাধীন বন্দিকে যথাক্রমে প্যারোলে এবং অন্তর্বর্তী জামিনে মুক্তি দেওয়ার সুপারিশ করেছে বলে জানায়  কারা কতৃপক্ষ।  তিন মাসের জন্য মুক্তি পেতে পারেন  বন্দিরা। তবে কোনও বন্দি যদি আগে এ ভাবে মুক্তি পেয়ে থাকেন, এই ক্ষেত্রে তাঁর নাম বিবেচিত হবে না।

তবে নারীদের যৌন হেনস্থা, রাজ্যের বিরুদ্ধে দাঙ্গাহাঙ্গামা, জাল নোট, শিশু অপহরণ, দুর্নীতি, মাদক পাচার (এ ক্ষেত্রে মাদকের পরিমাণ বিচার্য)  এই ধরনের অভিযোগে বা বাণিজ্যিক ও আর্থিক অভিযোগে যাঁরা বন্দি রয়েছেন, তাঁরা অবশ্য মুক্তি পাবেন না।  

এছাড়া যে সব বিচারাধীন বন্দি রাজ্যের বাইরের বাসিন্দা এবং যাঁদের বিরুদ্ধে বিদেশি আইনে অভিযোগ রয়েছে, তাঁরাও এই মুক্তির তালিকায় থাকবেন না। বিচারাধীন বন্দিদের অন্তর্বর্তী জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত থাকবে বলে জানিয়েছে কারা দফতর।

 

সূত্রকালেরকান্থ

Related posts

ঘূর্ণিঝড় ফণি, শক্তি বাড়িয়ে মারাত্মক আকার নিল পশ্চিমবঙ্গ সহ ৩ রাজ্যে জারি সতর্কতা

Lutfur Mamun

পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি। অর্থ সহায়তা চাইলো পাকিস্তান ||

Lutfur Mamun

করোনা ভাইরাস আপডেট ও সর্বশেষ খবর || বুধবার, ১৫ জুলাই ২০২০

Lutfur Mamun

Leave a Comment