ঝর্ণা ছুটে চলে একেবেকে পৃথিবীর পথে কত ছবি একে ঝর্ণা ছুটে চলে একেবেকে পৃথিবীর পথে কত ছবি একে নদীরও কলতানে সাগরের গর্জনে। নদীরও কলতানে সাগরের গর্জনে। ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা।। জানিনা কত সুন্দর তুমি আল্লাহ। জানিনা কত সুন্দর তুমি আল্লাহ।
দখিনা বাতাস গায়ে পরশ বুলিয়ে তার টানে পাল তুলে নৌকা চলে দখিনা বাতাস গায়ে পরশ বুলিয়ে তার টানে পাল তুলে নৌকা চলে তোমারি নামে মনে ভাটিয়ালি সুরের তানে তোমারি নামে মনে ভাটিয়ালি সুরের তানে দাড় টেনে যায় মাঝি মাল্লা।।