24.4 C
Dhaka
March 7, 2025
Awaaz Workstation

আমি আগের ঠিকানায় আছি | Ami Ager Thikanay Achi |

আমি আগের ঠিকানায় আছি

 

আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি।

চেয়ে থাকব শুধু চোখে চোখে
থাকবে না কোন কথা কারো মুখে
চোখের জলে ফেলব মুছে
স্বপ্ন যত দেখেছি।

সব প্রেম বাঁধে না তো সুখের ঘর
সব ভালবাসা জানি হয় না অমর
তবুও কিছু মন সারাটি জীবন
রয়ে যায় কাছাকাছি।

আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি।

তোমাকে দেবার মত আর কিছু্ই নেই আমার। শুধু জেন, আমি হারিয়ে গেলেও যেন হারিয়ে যায়নি যেতে পারি নি। আমার শেষ বিশ্বাস সেই প্রথম ভালবাসার মত তোমাতেই রেখেছি, তোমারই অজান্তে।

শিল্পী: মুরাদ

Related posts

একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে,Eki Sonar Aloy Jibon voriye dile ,(awaaz workstation )

Lutfur Mamun

রাই এলো না যমুনাতে | রাধারমণ দত্ত | Rai did not come in Jamuna | Cover By,Beauty

Lutfur Mamun

Bangla Folk Song | কোন মেস্তরি নাও বানাইলো এমন দেখা যায় |Kun mestori nao banailo |

Lutfur Mamun

Leave a Comment