24.4 C
Dhaka
April 14, 2025
Awaaz Workstation

আমি আগের ঠিকানায় আছি | Ami Ager Thikanay Achi |

আমি আগের ঠিকানায় আছি

 

আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি।

চেয়ে থাকব শুধু চোখে চোখে
থাকবে না কোন কথা কারো মুখে
চোখের জলে ফেলব মুছে
স্বপ্ন যত দেখেছি।

সব প্রেম বাঁধে না তো সুখের ঘর
সব ভালবাসা জানি হয় না অমর
তবুও কিছু মন সারাটি জীবন
রয়ে যায় কাছাকাছি।

আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি।

তোমাকে দেবার মত আর কিছু্ই নেই আমার। শুধু জেন, আমি হারিয়ে গেলেও যেন হারিয়ে যায়নি যেতে পারি নি। আমার শেষ বিশ্বাস সেই প্রথম ভালবাসার মত তোমাতেই রেখেছি, তোমারই অজান্তে।

শিল্পী: মুরাদ

Related posts

#ফাহমিদা রহমান #শঙ্কর অঙ্গলীনা যোগমায়া ও বেলায়েত হোসেন #বাসন্তী( যুগল গান ও কবিতা)

Lutfur Mamun

Islamic Sangeet | ইসলামিক সংগীত | #ফাতেমা-তুজ-জোহরা | #কাজী_নজরুল_ইসলাম, #বাঁশরী,

Lutfur Mamun

Amare Debona Vulite EP 03 | আমারে দেব না ভুলিতে | Nashid Kamal | #Nazrul_Sangeet, | #Bashori,

Lutfur Mamun

Leave a Comment