24.4 C
Dhaka
September 27, 2024
Awaaz Workstation

আমি আগের ঠিকানায় আছি | Ami Ager Thikanay Achi |

আমি আগের ঠিকানায় আছি

 

আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি।

চেয়ে থাকব শুধু চোখে চোখে
থাকবে না কোন কথা কারো মুখে
চোখের জলে ফেলব মুছে
স্বপ্ন যত দেখেছি।

সব প্রেম বাঁধে না তো সুখের ঘর
সব ভালবাসা জানি হয় না অমর
তবুও কিছু মন সারাটি জীবন
রয়ে যায় কাছাকাছি।

আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি।

তোমাকে দেবার মত আর কিছু্ই নেই আমার। শুধু জেন, আমি হারিয়ে গেলেও যেন হারিয়ে যায়নি যেতে পারি নি। আমার শেষ বিশ্বাস সেই প্রথম ভালবাসার মত তোমাতেই রেখেছি, তোমারই অজান্তে।

শিল্পী: মুরাদ

Related posts

Garo Gospel Song For Easter Sunday 2024 By Achik Bangla Official

Lutfur Mamun

কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি (প্রিয়তমা মনে রেখো- কুমার শানু) Koto je sagor nodi -Kumar Sanu

Lutfur Mamun

বসন্ত মুখর আজি | নজরুল সংগীত | তানজিনা করিম স্বরলিপি , Nazrul Sangeet Tanzina Karim notation

Lutfur Mamun

Leave a Comment