অভিনয় ছাড়লেন সাবিলা নূর
অভিনয় ছেড়ে দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে তার এ অভিনয় ছেড়ে দেয়া স্থায়ী নয়, সাময়িক।
কিছুদিন ধরে গুঞ্জন ছিল সাবিলা নূর শিগশিগরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন, এজন্যই নাকি অভিনয় ছেড়ে দিয়েছেন তিনি। তবে তিনি জানালেন বিয়ে নয়, পড়ালেখার চাপে অভিনয় থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন তিনি।
সাবিলা নূর তার অভিনয় বিরতি প্রসঙ্গে বলেন, ‘সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে আমার। সব সময় তো শুটিং নিয়েই ব্যস্ত থাকতেই হয়। তাই পরীক্ষার সময় শুটিং রাখি না। পরীক্ষা শেষে টানা কাজ করতে হবে।’
বিয়ের গুঞ্জন বিষয়ে তিনি বলেন, ‘আমার বিয়ের গুঞ্জন যে ছড়াচ্ছে সে হয়তো আমাকে খুব পছন্দ করে বা খুব অপছন্দ করে। দুটোই হতে পারে। এটা পুরোপুরি অসত্য। চলতি বছর বিয়ে নিয়ে কিছুই ভাবছি না।’