24.4 C
Dhaka
April 17, 2025
Media

অল্প বয়সে সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের এই নায়িকারা

অল্প বয়সে সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের এই নায়িকারা

অল্প বয়সে সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের এই নায়িকারা

বলিউডে এমন বহু অভিনেত্রী আছেন যাঁরা অল্প বয়সে বিয়ে করেছেন | এঁদের মধ্যে অনেকেই আবার কেরিয়ারের কথা না ভেবে বিয়ের পরপরই মাও হয়েছেন | আজকে চোখ রাখব সেরকমই কয়েকজন নায়িকার দিকে।

অল্প বয়সে সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের এই নায়িকারা
অল্প বয়সে সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের এই নায়িকারা

* ডিম্পল কাপাডিয়া : মাত্র ১৬ বছর বয়সে সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন উনি | এর এক বছর বাদে উনি ওঁর প্রথম সন্তান টুইঙ্কল খান্নার জন্ম দেন |

* নীতু কপূর : ঋষি কপূরের স্ত্রী নীতুও খুব কম বয়সে মা হয়েছেন | উনি মাত্র ২২ বছর বয়সে রণবীর কপূরের দিদি ঋদ্ধিমা কপূরের জন্ম দেন |

* শর্মিলা ঠাকুর : বি-টাউনের অন্যতম সুন্দরী অভিনেত্রী মনে করা হয় ওঁকে | ২৭ ডিসেম্বর‚ ১৯৬৯ সালে ওঁর বিয়ে হয় টাইগার পতৌদির সঙ্গে | আর ২৫ বছর বয়সে উনি ওঁর বড় ছেলে সইফের জন্ম দেন |

* ববিতা : ১৯৭১ সালে রণধীর কপূরের সঙ্গে বিয়ে হয় ওঁর | কপূর খানদানের রীতি অনুযায়ী বিয়ের পর অভিনয় করা ছেড়ে দেন উনি | বিয়ের তিন বছর পর ২৬ বছর বয়সে উনি করিশ্মা কপূরের জন্ম দেন |

* জেনেলিয়া ডিসুজা : অভিনয়ের সূত্রে জেনেলিয়ার আলাপ হয় রীতেশ দেশমুখের সঙ্গে | বেশ কয়েকবছর প্রেম করার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন ওঁরা | ২০১২ সালে বিয়ে হয় ওঁদের | ২০১৪ সালে জেনেলিয়ার যখন ২৬ বছর বয়স জন্মায় ওঁদের প্রথম সন্তান |

* টুইঙ্কল খান্না : মা ডিম্পল কাপাডিয়ার মতই বেশ কম বয়সে টুইঙ্কলের বিয়ে হয় খিলাড়ি কুমারের সঙ্গে | ওঁর যখন মাত্র ২৫ বছর বয়স‚ টুইঙ্কল জন্ম দেন ওঁদের বড় ছেলে আরভের | এছাড়াও ২০১২ সালে জন্মায় ওঁদের মেয়ে নিতারা |

* হনি ইরানি : না, হনি ইরানি নায়িকা নন‚ কিন্তু ওঁর নাম এই তালিকায় বিশেষ উল্লেখযোগ্য | স্ক্রিপ্টরাইটার হনি ইরানির জনপ্রিয় লিরিসিস্ট ও স্ক্রিপ্টরাইটার জাভেদ আখতরারের সঙ্গে ১৯৭২ সালে বিয়ে হয় | বিয়ের দু’বছরের মাথায় জন্মায় ওঁদের বড় ছেলে ফারহন আখতর | হনি ইরানির তখন ২৪ বছর বয়স |

Related posts

অভিনেত্রী পালালেন হোটেলের বিল না দিয়েই

Lutfur Mamun

আগুন ছড়াচ্ছেন দিশা ,শরীর ঢাকা বাঘছোপ আঁকা পোশাকে

Lutfur Mamun

এবার ভাইরাল হলো পোশাকের কারণে জাহ্নবী

Lutfur Mamun

Leave a Comment