অল্প বয়সে সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের এই নায়িকারা
বলিউডে এমন বহু অভিনেত্রী আছেন যাঁরা অল্প বয়সে বিয়ে করেছেন | এঁদের মধ্যে অনেকেই আবার কেরিয়ারের কথা না ভেবে বিয়ের পরপরই মাও হয়েছেন | আজকে চোখ রাখব সেরকমই কয়েকজন নায়িকার দিকে।
* ডিম্পল কাপাডিয়া : মাত্র ১৬ বছর বয়সে সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন উনি | এর এক বছর বাদে উনি ওঁর প্রথম সন্তান টুইঙ্কল খান্নার জন্ম দেন |
* নীতু কপূর : ঋষি কপূরের স্ত্রী নীতুও খুব কম বয়সে মা হয়েছেন | উনি মাত্র ২২ বছর বয়সে রণবীর কপূরের দিদি ঋদ্ধিমা কপূরের জন্ম দেন |
* শর্মিলা ঠাকুর : বি-টাউনের অন্যতম সুন্দরী অভিনেত্রী মনে করা হয় ওঁকে | ২৭ ডিসেম্বর‚ ১৯৬৯ সালে ওঁর বিয়ে হয় টাইগার পতৌদির সঙ্গে | আর ২৫ বছর বয়সে উনি ওঁর বড় ছেলে সইফের জন্ম দেন |
* ববিতা : ১৯৭১ সালে রণধীর কপূরের সঙ্গে বিয়ে হয় ওঁর | কপূর খানদানের রীতি অনুযায়ী বিয়ের পর অভিনয় করা ছেড়ে দেন উনি | বিয়ের তিন বছর পর ২৬ বছর বয়সে উনি করিশ্মা কপূরের জন্ম দেন |
* জেনেলিয়া ডিসুজা : অভিনয়ের সূত্রে জেনেলিয়ার আলাপ হয় রীতেশ দেশমুখের সঙ্গে | বেশ কয়েকবছর প্রেম করার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন ওঁরা | ২০১২ সালে বিয়ে হয় ওঁদের | ২০১৪ সালে জেনেলিয়ার যখন ২৬ বছর বয়স জন্মায় ওঁদের প্রথম সন্তান |
* টুইঙ্কল খান্না : মা ডিম্পল কাপাডিয়ার মতই বেশ কম বয়সে টুইঙ্কলের বিয়ে হয় খিলাড়ি কুমারের সঙ্গে | ওঁর যখন মাত্র ২৫ বছর বয়স‚ টুইঙ্কল জন্ম দেন ওঁদের বড় ছেলে আরভের | এছাড়াও ২০১২ সালে জন্মায় ওঁদের মেয়ে নিতারা |
* হনি ইরানি : না, হনি ইরানি নায়িকা নন‚ কিন্তু ওঁর নাম এই তালিকায় বিশেষ উল্লেখযোগ্য | স্ক্রিপ্টরাইটার হনি ইরানির জনপ্রিয় লিরিসিস্ট ও স্ক্রিপ্টরাইটার জাভেদ আখতরারের সঙ্গে ১৯৭২ সালে বিয়ে হয় | বিয়ের দু’বছরের মাথায় জন্মায় ওঁদের বড় ছেলে ফারহন আখতর | হনি ইরানির তখন ২৪ বছর বয়স |