24.4 C
Dhaka
December 15, 2024
তথ্যপ্রযুক্তি

অ্যাপ চলবে শাওমির স্মার্ট বাল্ব

অ্যাপ চলবে শাওমির স্মার্ট বাল্ব

অ্যাপ চলবে শাওমির স্মার্ট বাল্ব

স্মার্ট ইন্ডাকশন কুকার আর স্মার্ট রাইস কুকারের পর এবার স্মার্ট বাল্ব এনেছে চীনের টেক জায়ান্ট শাওমি। স্মার্টফোনের অ্যাপের সাহায্যেই এ বাল্ব চালু বা বন্ধ করা যাবে।

শুক্রবার (২৬ এপ্রিল) ভারতের বাজারে এ স্মার্ট বাল্ব বিক্রি শুরু হয়েছে। তবে বুধবার (২৪ এপ্রিল) ভারতে আনা হয়েছে শাওমি এমআই লেড স্মার্ট বাল্ব।

অ্যাপ চলবে শাওমির স্মার্ট বাল্ব
অ্যাপ চলবে শাওমির স্মার্ট বাল্ব

সংস্থার দাবি, এক কোটি ৬০ লাখ রং সাপোর্ট করবে শাওমির স্মার্ট বাল্ব। চলবে ১১ বছর। স্মার্টফোনের অ্যাপের সাহায্যেই এ বাল্ব চালু বা বন্ধ করা যাবে, বদলানো যাবে আলোর রং। এ ছাড়াও, বাল্বের উজ্জ্বলতাও (ব্রাইটনেস) নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন থেকেই।

শাওমির স্মার্ট এলইডি বাল্বে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট আর আমাজন অ্যালেক্সার সাপোর্ট। এমআই হোম অ্যাপ থেকেই এই স্মার্ট এলইডি বাল্ব নিয়ন্ত্রণ করা যাবে। শুধু তাই নয়, অ্যাপের সাহায্যে এই বাল্ব কখন অন বা অফ করবেন সেই সময়সূচিও ঠিক করা যায়। খবর জি নিউজ।

Related posts

“Google “গুগলের এবার যুক্তরাষ্ট্রের ১৩০০ কোটি ডলার বিনিয়োগ

Lutfur Mamun

বিজ্ঞাপন সার্ফ এক্সেলের, বিপদে মাইক্রোসফট

Lutfur Mamun

উইন্ডোজকে ফাস্ট করার ১০টি সহজ উপায়

Lutfur Mamun

Leave a Comment