24.4 C
Dhaka
April 18, 2025
Health

আমাদের চোখেই রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা

আমাদের চোখেই রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা

আমাদের চোখেই রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা

কোন ফোনের ক্যামেরা কত মেগাপিক্সেলের, তা নিয়ে প্রযুক্তিপ্রিয় মানুষের আগ্রহ লক্ষ করার মতো। বাজারে ৮ থেকে ৪১ মেগাপিক্সেল ক্যামেরার ফোন পাওয়া যায়। কিন্তু আমাদের খুব কাছেই রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিমান ক্যামেরা! সেটি হচ্ছে আমাদের দুই চোখ। আপনি জেনে অবাক হবেন মানব চোখে রয়েছে ৫৭৬ মেগাপিক্সেল ক্যামেরা। সেজন্যই আমরা প্রায় এক কোটি রঙ আলাদাভাবে দেখতে পাই। পিক্সেল হচ্ছে ছবির প্রাণ, ছবির ক্ষুদ্রতম অংশ, যা খালি চোখে দেখা যায় না।

আমাদের চোখেই রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা
আমাদের চোখেই রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি মেগাপিক্সেলের ক্যামেরা

একটি ছবির দৈর্ঘ্যে ৩ হাজার পিক্সেল আর প্রস্থে ২ হাজার পিক্সেল হলে পুরো ছবির আয়তন দাঁড়ায় ৬০ লাখ পিক্সেল; এটি হবে ৬ মেগাপিক্সেলের ছবি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ১০ লাখ পিক্সেল সমান ১ মেগাপিক্সেল। এই মেগাপিক্সেলই হচ্ছে ক্যামেরার লেন্সে তোলা ছবির আয়তনের একক। সাধারণত বলা হয়ে থাকে, স্থির দৃষ্টিতে একটি স্থিরচিত্র হিসেবে মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেলের ছবি গ্রহণ করতে পারে। তবে চলমান ছবি বা ভিডিও মানুষের চোখ ৭৭৭.৬ গিগাপিক্সেল/সেকেন্ড পর্যন্ত চিত্রগ্রহণ করতে সক্ষম।

Related posts

ফুসফুসের এক-তৃতীয়াংশ রোগী বিভিন্ন রোগে আক্রান্ত

Lutfur Mamun

যে বাদাম ডায়াবেটিসের জন্য উপকারী

Lutfur Mamun

“ভালোবাসা স্বাস্থ্যে পায়ের প্রতি”

Lutfur Mamun

Leave a Comment