24.4 C
Dhaka
May 14, 2025
Media

ইমরান-কনার বৈশাখী গানের জুটি

ইমরান-কনার বৈশাখী গানের জুটি

ইমরান-কনার বৈশাখী গানের জুটি

গানে গানে ফের এক হলেন সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান ও কনা।
পহেলা বৈশাখ উপলক্ষে অন্তর্জালে প্রকাশিত হলো ইমরান ও কনার দ্বৈত গান ‘কে কত দূরে’।

সিএমভি’র ব্যানারে প্রকাশিত গানটি লিখেছেন মাহমুদ মানজুর। সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই।

শুধু গানই নয় গানের পেছনের গল্পটিও উঠে এসেছে এর মিউজিক ভিডিওতে। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। দুই কণ্ঠশিল্পিী ইমরান-কণা ছাড়াও এতে অভিনয় করেছেন সুমিত ও নিশাত প্রিয়ম।

ইমরান-কনার বৈশাখী গানের জুটি
ইমরান-কনার বৈশাখী গানের জুটি

এ প্রসঙ্গে ইমরান বলেন, “কণা আপুর সঙ্গে আমার প্রচুর কাজ হয়েছে। সফলতাও অনেক বেশি। আমার বিশ্বাস এই গানটিও সেই তালিকায় যুক্ত হবে দ্রুত সময়ের মধ্যে।”

গানটিতে অভিনয় প্রসঙ্গে হালের জনপ্রিয় মডেল নিশাত প্রিয়ম বলেন, “অনেক সুন্দর একটি গান এটি। এ গানের ভিডিওতে আমার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন সুমিত। এতে দারুণ একটা গল্প আছে। যে গল্পটি প্রেমিক-প্রেমিকাদের নতুন করে ভাবাবে বলে আমার ধারণা।”

Related posts

নতুন গানে কণ্ঠ দেননি সংগীত তারকা আরফিন রুমি

Lutfur Mamun

পর্নোগ্রাফির অভিযোগে ভারতে টিকটক বন্ধ

Lutfur Mamun

মুক্তি পেয়েছে বলিউড বাদশার শাহরুখের চলতি বছরের তৃতীয় সিনেমার ‘ডানকি’।

Lutfur Mamun

Leave a Comment