24.4 C
Dhaka
April 18, 2025
Sports

উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ‘উইমেন্স ফুটবল ডে’

উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ‘উইমেন্স ফুটবল ডে’

উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ‘উইমেন্স ফুটবল ডে’

রাজধানীর বাড্ডার বেড়াইদে ফর্টিস গ্রুপের মাঠে নবনির্মিত বাফুফে ফুটবল একাডেমিতে সারাদিনব্যাপী উদযাপিত হচ্ছে ‘উইমেন্স ফুটবল ডে’। আগামী ২২ এপ্রিল শুরু হতে যাওয়া বঙ্গমাতা অনুর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের প্রচার-প্রচারণার অংশ হিসেবে এ দিনটির আয়োজন করেছে বাফুফে।

গত ৮ মার্চ ছিলো এএফসির উইমেন্স ফুটবল ডে তথা নারী ফুটবল দিবস। সেটির সঙ্গে তাল মিলিয়েই আজ ১২ এপ্রিল বাফুফেও পালন করছে দিনটি। প্রথমবারের মতো শুরু হতে বঙ্গমাতা অনুর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপের আগে বেশ উৎসবমুখর পরিবেশেই দিনটি উপভোগ করছেন মারিয়া মান্ডা, মনীকা চাকমারা।

এ দিনটি উদযাপনের জন্য এবং দেশের নারী ফুটবলারদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দেয়ার জন্য টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে-স্পোর্টস দুইজন কলম্বিয়ান নারী ফুটবলারকে উড়িয়ে এনেছে। অলিম্পিকে খেলা ক্যাথেরিন ফ্যাবিওলা ক্যাস্ট্রো এবং ২০১১ সালের জার্মানি বিশ্বকাপে খেলা জেসিকা হুরতাদোর সঙ্গে সময় কাটাচ্ছেন দেশের নারী ফুটবলাররা।

উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ‘উইমেন্স ফুটবল ডে’
উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ‘উইমেন্স ফুটবল ডে’

এ আয়োজনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং বিকেএসপি বাদেও সারাদেশের প্রায় ১৫০ জন নারী ফুটবলারের উপস্থিতি দেখা গিয়েছে। যারা হাসি-আনন্দে মাতিয়ে রেখেছে পুরো মাঠ। দুই কলম্বিয়ান ফুটবলারকে কাছে পেয়ে মজা করার পাশাপাশি নানান কিছু শেখারও চেষ্টা করছেন তারা।

এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘এখানে আমরা সবাই এসেছি, খুব মজা করছি, অনেক ভালো লাগছে। এটার আয়োজন না হলে এতো মজা করতে পারতাম না। এছাড়া দুইজন বিশ্বতারকা এসেছেন, উনারাও আমাদের সঙ্গে অনেক মজা করেছেন, ছবি তুলেছেন। ভালো লাগছে অনেক।’

উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ‘উইমেন্স ফুটবল ডে’
উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ‘উইমেন্স ফুটবল ডে’

কলম্বিয়ান দুই ফুটবলার কী পরামর্শ দেয়া হলো তা জানতে চাওয়া হলে মারিয়া বলেন, ‘উনারা আমাদের বলেছেন ভালো খেলোয়াড় হতে চাইলে পরিশ্রম করতে হবে। ঠিকঠাক ঘুমাতে হবে, খাওয়া-দাওয়া ঠিক রাখতে হবে। অনুশীলন করতে হবে নিয়মিত, সবকিছু ভালোভাবে মেইনটেন করতে হবে। এগুলো করতে পারলে ভালো খেলোয়াড় হতে পারবো।’

এসময় প্রথমবারের মতো হতে যাওয়া বঙ্গমাতা অনুর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের ব্যাপারে তিনি বলেন, ‘এই প্রথমবার বাংলাদেশে বঙ্গমাতা ফুটবল শুরু হচ্ছে। আমরা আগে এটা পাইনি। আমরা চেষ্টা করবো বঙ্গমাতায় ভালো কিছু করার। সে চেষ্টাই থাকবে আমাদের।’

Related posts

মেহেদী হাসান মিরাজ প্রথম টি টোয়েন্টির দল থেকে একটিই পরিবর্তন এনেছিল ||

Lutfur Mamun

রোনালদোর অশালীন উদযাপনে ১৯ লাখ টাকা জরিমানা

Lutfur Mamun

বাংলাদেশের লাল-সবুজ জার্সি মিলবে ১১৫০ টাকায়

Lutfur Mamun

Leave a Comment