24.4 C
Dhaka
July 17, 2025
Media

এবার সহবাস নিয়ে নতুন ছবি

এবার সহবাস নিয়ে নতুন ছবি

এবার সহবাস নিয়ে নতুন ছবি

নাট্যব্যক্তিত্ব অঞ্জন কাঞ্জিলাল প্রথমবার বড়পর্দায় ছবি পরিচালনা করছেন। তাঁর ছেলে অনুভব কাঞ্জিলাল ছবির নায়ক। এটা তাঁর তৃতীয় ছবি।

এবার সহবাস নিয়ে নতুন ছবি
এবার সহবাস নিয়ে নতুন ছবি

নাট্যব্যক্তিত্ব অঞ্জন কাঞ্জিলাল প্রথমবার বড়পর্দায় ছবি পরিচালনা করছেন। তাঁর ছেলে অনুভব কাঞ্জিলাল ছবির নায়ক। এটা তাঁর তৃতীয় ছবি। বাবার সঙ্গে কাজ করা নিয়ে অনুভবের বক্তব্য, ‘বাবার অনেকদিন ধরে ইচ্ছে ছিল ছবি করার, কিন্তু তাঁর সেই ইচ্ছেপূরণ হওয়ার আগেই আমি বড় পর্দায় কাজ শুরু করি। হিসেব মতো আমি বাবার সিনিয়র (হাসি)। ছোট থেকেই বাবার সঙ্গে থিয়েটারে কাজ করেছি। তাই সমস্যা হবে না।’

ছবির নাম ‘সহবাস’। লিভ-ইন-রিলেশন নিয়ে ছবি। জলপাইগুড়ি থেকে কেরিয়ার গড়তে আসা টুসি টাকা বাঁচাতে নীলের সঙ্গে বাড়ি ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর দু’জনের মধ্যে সম্পর্ক হয়। ‘না, এর বেশি বলা বারণ,’ ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে বলতে গিয়ে জানালেন ইশা সাহা। ছবির টুসি।

এবার সহবাস নিয়ে নতুন ছবি
এবার সহবাস নিয়ে নতুন ছবি

ইশা না জানালেও, পরিচালক জানালেন, ‘আজকের জেনারেশনের অনেকেরই কমিটমেন্ট ফোবিয়া দেখা যায়, সেই নিয়েই ছবির গল্প। ভালোবাসলেও সহজে বিয়ে করতে চায় না তারা। নীল আর টুসিও তাই। এদের জীবনকে ঘিরে আরও অনেক মানুষ এসেছেন ছবিতে।’ এমনই একটি বিবাহিত জুটি দেবলীনা দত্ত আর প্রহ্লাদ সর্দার।

এবার সহবাস নিয়ে নতুন ছবি
এবার সহবাস নিয়ে নতুন ছবি

এছাড়াও রয়েছেন রাহুল, সায়নী ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, তুলিকা বসু। ছবির চরিত্রের মতো ইশা আর অনুভব-এরও কি ফোবিয়া রয়েছে? ‘ঠিক বিয়েতে ভয় বলব না, তবে হ্যাঁ বিয়ের আগে দেখে নেব আমার স্বাধীনতায় হস্তক্ষেপ হবে কিনা,’ বলছেন ইশা। আর অনুভবের বক্তব্য, ‘কমিটমেন্ট ফোবিয়া রয়েছে, তবে সিঙ্গলও থাকতে চাই না।’

 

Related posts

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী অহনা, মামলা করায় হুমকি

Lutfur Mamun

মেহজাবীন ঘুম থেকে কাঁদলেন উঠেই ||

Lutfur Mamun

সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি সেলিব্রেটি

Lutfur Mamun

Leave a Comment