24.4 C
Dhaka
March 10, 2025
International

চিনে জঙ্গলের আগুন নেভাতে গিয়ে মৃত্যু হল ২৪ জন দমকল কর্মীর

চিনে জঙ্গলের আগুন নেভাতে গিয়ে মৃত্যু হল ২৪ জন দমকল কর্মীর

চিনে জঙ্গলের আগুন নেভাতে গিয়ে মৃত্যু হল ২৪ জন দমকল কর্মীর

দাবানল। দক্ষিণ চিনের একটি প্রত্যন্ত পর্বতের জঙ্গলে লেগেছিল ওই আগুন। আর তা নেভাতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল দমকল কর্মীদের। আগুনে পুড়েই মারা গেলেন ২৪ জন দমকল কর্মী।

সোমবার চিনের সরকারি সংবাদমাধ্যমের তরফে একথা জানানো হয়েছে। আগুন লেগেছিল শনিবার। খবর পেয়ে দমকলের তরফে আগুন নেভানোর কাজ শুরু হয়। আর তাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

চিনে জঙ্গলের আগুন নেভাতে গিয়ে মৃত্যু হল ২৪ জন দমকল কর্মীর
চিনে জঙ্গলের আগুন নেভাতে গিয়ে মৃত্যু হল ২৪ জন দমকল কর্মীর

হাওয়ার গতিপথ আচমকা বদলে যাওয়ার জন্য আগুনের তীব্রতা অন্যদিকে ঘুরে যায়। আর তাতেই ক্ষতির পরিমাণ বেড়ে যায়। প্রাণ হারান ২৪ জন দমকল কর্মী।

এদিকে রবিবার দুপুরের পর থেকে এই ঘটনার জেরে এখনও ৩০ জনের কোনও খোঁজ নেই। এখনও পর্যন্ত ৬৮৯ জনকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

পরিস্থিতির দিকে নজর রেখেছে চিনের প্রশাসন। তারা ইতিমধ্যে ওই এলাকায় চিনের বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। ওই দলের সদস্যরাই আপাতত উদ্ধারকার্যের তদারকি করছেন।

Related posts

নাজিফা তুষি ছবি সম্পর্কে কথা বলা নিষেধ || It is forbidden to talk about Nazifa Tushi pictures ||2024

Lutfur Mamun

কোভিড_১৯ সর্বশেষ খবর_শনিবার ০২ মে_২০২০, ১৯ বৈশাখ , ৮-রমজান

Lutfur Mamun

করোনা ভাইরাস সর্বশেষ সংবাদ ||রোববার, ২৩ আগস্ট ২০২০

Lutfur Mamun

Leave a Comment