24.4 C
Dhaka
December 18, 2024
Media

নম্র-ভদ্র পাত্র চাই: মেহজাবিন

নম্র-ভদ্র পাত্র চাই: মেহজাবিন

নম্র-ভদ্র পাত্র চাই: মেহজাবিন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ছোট পর্দায় একচ্ছত্র আধিপত্য কায়েম করলেও বড় পর্দায় অভিনয় করা হয়নি এই লাক্স সুন্দরীর। সিনেমার অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, সময় হলেই সিনেমায় অভিনয় করব। এ নিয়ে আমার কোনো আফসোস নেই। কারণ আমি ধীরগতিতে বিশ্বাসী।

মেহজাবিন বলেন, অভিনয়টাই এখনো পুরোপুরি শিখিনি। আরো মনোযোগ দিয়ে অভিনয়টা শিখতে চাই। তারপর না হয় দেখে-শুনে সিনেমায় কাজ করা যাবে।

নম্র-ভদ্র পাত্র চাই: মেহজাবিন
নম্র-ভদ্র পাত্র চাই: মেহজাবিন

বেশ কয়েকবার এক নির্মাতার সঙ্গে বিয়ে নিয়ে গুঞ্জন উঠলেও মেহজাবিন বলেন, আগামী দু-তিন বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই। যদি করি অবশ্যই সবাইকে জানিয়েই করব।

বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ জানতে চাইলে বলেন, পাত্রকে অবশ্যই নম্র-ভদ্র ও কেয়ারিং হতে হবে।

মেহজাবিন নিজের সহজাত অভিনয় দিয়ে দর্শক, নির্মাতা ও সহশিল্পীদের কাছে আলোচনার শীর্ষে রয়েছেন। আজ শুক্রবার নজরকারা এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনে কোনো শুটিং রাখেননি এই অভিনেত্রী। কোনো আলাদা পরিকল্পনাও নেই। তবে পরিবারের সঙ্গেই দিনটি কাটাবেন এই গ্ল্যামারকন্যা।

Related posts

স্বচ্ছ জামা, বিপজ্জনক খাদ, যৌন আবেদন এবং এক নায়িকা

Lutfur Mamun

বাংলাদেশ #চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত হয়েছেন,চুমু চেয়েছিলেন #পীরজাদা #নিপুণ কাছে ||

Lutfur Mamun

এবার মুখ খুললেন অভিনেত্রী জেনেলিয়া

Lutfur Mamun

Leave a Comment