নম্র-ভদ্র পাত্র চাই: মেহজাবিন
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ছোট পর্দায় একচ্ছত্র আধিপত্য কায়েম করলেও বড় পর্দায় অভিনয় করা হয়নি এই লাক্স সুন্দরীর। সিনেমার অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, সময় হলেই সিনেমায় অভিনয় করব। এ নিয়ে আমার কোনো আফসোস নেই। কারণ আমি ধীরগতিতে বিশ্বাসী।
মেহজাবিন বলেন, অভিনয়টাই এখনো পুরোপুরি শিখিনি। আরো মনোযোগ দিয়ে অভিনয়টা শিখতে চাই। তারপর না হয় দেখে-শুনে সিনেমায় কাজ করা যাবে।
বেশ কয়েকবার এক নির্মাতার সঙ্গে বিয়ে নিয়ে গুঞ্জন উঠলেও মেহজাবিন বলেন, আগামী দু-তিন বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই। যদি করি অবশ্যই সবাইকে জানিয়েই করব।
বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ জানতে চাইলে বলেন, পাত্রকে অবশ্যই নম্র-ভদ্র ও কেয়ারিং হতে হবে।
মেহজাবিন নিজের সহজাত অভিনয় দিয়ে দর্শক, নির্মাতা ও সহশিল্পীদের কাছে আলোচনার শীর্ষে রয়েছেন। আজ শুক্রবার নজরকারা এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনে কোনো শুটিং রাখেননি এই অভিনেত্রী। কোনো আলাদা পরিকল্পনাও নেই। তবে পরিবারের সঙ্গেই দিনটি কাটাবেন এই গ্ল্যামারকন্যা।