24.4 C
Dhaka
July 17, 2025
Media

নায়িকা এমি জ্যাকসন বিয়ের আগেই মা হওয়ার খবর দিলেন

নায়িকা এমি জ্যাকসন বিয়ের আগেই মা হওয়ার খবর দিলেন

নায়িকা এমি জ্যাকসন বিয়ের আগেই মা হওয়ার খবর দিলেন

অবশেষে মা হতে চলেছেন বলিউড তারকা এমি জ্যাকসন। প্রথমবারের মতো মা হওয়ার খবরটি নিজেই জানালেনএ তারকা।

৩১ জানুয়ারি মা দিবস পালিত হয়েছে যুক্তরাজ্যে। সেখানের বাসিন্দা হওয়ায় ব্যক্তিগত ইনস্টাগ্রাম একাউন্টে নিজের গর্ভাবস্থার ছবি দিয়ে এ খবর সবাইকে জানিয়ে দেন এই বলিউড তারকা।

দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্কের পর চলতি বছরের ১ জানুয়ারি বাগদান সম্পন্ন করেন এমি জ্যাকসন ও তার মাল্টি মিলিয়নিয়ার ব্যবসায়ী প্রেমিক জর্জ পানায়াটু। বাগদানের মাত্র তিন মাস পরই মা হতে যাওয়ার খবরে চমকে গেলেন তার ভক্তরা।

নায়িকা এমি জ্যাকসন বিয়ের আগেই মা হওয়ার খবর দিলেন
নায়িকা এমি জ্যাকসন বিয়ের আগেই মা হওয়ার খবর দিলেন

ইনস্টাগ্রামে এমি বলেন, ‘আমি খবরটি সবাইকে চিৎকার করে জানানোর জন্য অপেক্ষা করছিলাম। আর মা দিবসটাকে এমন ঘোষণার জন্য উপযুক্ত মনে হয়েছে। আমরা দুজনই অধির আগ্রহে অপেক্ষা করছি আমাদের নতুন অতিথিকে বরণ করে নেয়ার জন্য।’

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর গ্রিস নগরীতে সন্তান কোলে নিয়ে বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনার রয়েছে এমি-জর্জ দম্পতির। বলিউডের ‘এক দিওয়ানা থা’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছিলেন এমি। এছাড়া কাজ করেছেন অসংখ্য আইটেম গানে।

Related posts

বিশ্বের তারকার ধনী মধ্যে বিশেষ ১৪ জন,,14 special people among the richest of the world’s stars,,

Lutfur Mamun

নতুন গানে কণ্ঠ দেননি সংগীত তারকা আরফিন রুমি

Lutfur Mamun

সংগীতশিল্পী #প্রীতম #শেহতাজ বিয়ে করলেন চা বাগানে ||

Lutfur Mamun

Leave a Comment