24.4 C
Dhaka
April 16, 2025
Media

পপি রিয়াজ ও নিপুণ ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে

পপি রিয়াজ ও নিপুণ ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে

পপি রিয়াজ ও নিপুণ ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে

অভিনেতা-অভিনেত্রীদের কাছে অভিনয়ের জন্য এখন জনপ্রিয় মাধ্যম ওয়েব। এ মাধ্যমে নির্মিত নাটকগুলোয় অভিনয় করে নিজেদের কর্মব্যস্ততা বাড়িয়ে তুলছেন তারকারা। দর্শকরা অনেকটা নির্ঝঞ্ঝাটে এসব নাটক দেখে স্বস্তি পাচ্ছেন। ওয়েব মাধ্যমেও টিভি মাধ্যমের মতো খÐ ও ধারাবাহিক নাটক তৈরি হয়। ধারাবাহিক নাটকগুলোই ‘ওয়েব সিরিজ’ নামে পরিচিত। আগে ওয়েব মাধ্যমে নাট্য জগতের অভিনেতা-অভিনেত্রীরা কাজ করলেও ইদানীং সিনে তারকারাও এ মাধ্যমের প্রতি ঝুঁকছেন। এরই মধ্যে বেশ কয়েকজন জনপ্রিয় সিনে তারকা ওয়েব মাধ্যমে কাজ করেছেন। সেই তালিকায় রয়েছেন- চিত্রনায়িকা পপি, পরিমনি, মাহিয়া মাহি ও আঁচলসহ আরও অনেকে।

পপি রিয়াজ ও নিপুণ ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে
পপি রিয়াজ ও নিপুণ ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে

এবার তেমনই একটি ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন পপি, রিয়াজ ও নিপুণ। সিরিজটির নাম ‘গার্ডেন গেম’। এটি পরিচালনা করছেন তৌহিদ মিতুল। বায়োস্কোপ অ্যাপস থেকে সিরিজটি প্রচার হবে। প্রযোজনাও করছেন এ প্রতিষ্ঠান। সম্প্রতি এটির শুটিং শুরু হয়েছে সিলেটের মনোরম সব লোকেশনে। সিরিজটি প্রসঙ্গে ক্রিয়েটিভ ডিরেক্টর রেবেকা সুলতানা বিন্তি বলেন, ‘নতুন প্রজন্মের অনেকেই ঠিক সেভাবে আমাদের সিনিয়র অভিনয়শিল্পীদের সম্পর্কে জানেন না। তাদের সামনে এ অভিনয়শিল্পীদের সঠিকভাবে তুলে ধরার জন্যই আমরা পপি, নিপুণ ও রিয়াজের মতো দক্ষ অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করছি। এছাড়া চলচ্চিত্র শিল্পীদের নিলে একটি ফিল্মিক বিষয়ও কাজ করে। আশা করছি, আমাদের উদ্দেশ্য সফল হবে।’ ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে চিত্রনায়িকা পপি বলেন, ‘সারা বিশ্বেই এখন ওয়েব মাধ্যমে কাজের চাহিদা ও জনপ্রিয়তা দুটোই বেড়েছে। হলিউড ও বলিউডের তারকারা অনেক আগেই ওয়েব সিরিজে অভিনয় শুরু করেছেন। সেই তুলনায় আমরা অনেক পরে কাজ করছি। এ ওয়েব সিরিজের গল্প প্রসঙ্গে পপি বলেন, ‘গার্ডেন গেম সিরিজটির গল্প পুরোপুরি গোয়েন্দাভিত্তিক। অ্যাকশনও বলা যেতে পারে। তবে সবকিছু এখনই বলতে চাচ্ছি না। প্রচারের পর দর্শকরা দেখে পছন্দ করবেন এটা নিশ্চিত বলতে পারি।’ এতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘এর আগে কখনও ওয়েব মাধ্যমে কাজ করিনি। তাই অনুভূতির কথা আগে থেকেই বলতে পারছি না। এটাই প্রথম। গল্প শুনেছি। ভালো লেগেছে। আশা করছি, ভালো কিছু হবে।’

Related posts

এবার মুখ খুললেন অভিনেত্রী জেনেলিয়া

Lutfur Mamun

”মেহজাবিন” – লাক্স-চ্যানেল আই সুপারস্টার মিষ্টি মেয়ে

Lutfur Mamun

ফেসবুক আইডি হ্যাক নায়িকা পপির

Lutfur Mamun

Leave a Comment