পপুলার চয়েজ অ্যাওয়ার্ড তামিমের
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন শ্যুটার আবদুল্লাহ হেল বাকী। আর পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
আজ (শনিবার) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই দুই বিভাগের বিজয়ীর নাম ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।
১২টি বিভাগে এবার পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। বর্ষসেরা ক্রীড়াবিদের দৌড়ে আবদুল্লাহ হেল বাকীর সঙ্গে ছিলেন আরও দুজন-বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম এবং নারী ক্রিকেটার রুমানা আহমেদ।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে মনোনীত চারজনের তালিকায়ও মুশফিক ছিলেন, ছিলেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ ও শুটার আবদুল্লাহ হেল বাকীও। শেষ পর্যন্ত তাদের হারিয়ে পুরস্কারটি জিতে নেন ক্রিকেটার তামিম ইকবাল।
এর আগে গত ১ এপ্রিল (সোমবার) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে ২০১৮ সালের বর্ষসেরা পুরস্কারে নির্বাচিত ও মনোনীতদের নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি মোস্তফা মামুন।
বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন মুশফিকুর রহীম। বর্ষসেরা ফুটবলার তপু বর্মণ। অন্যান্য বিভাগে বর্ষসেরা হয়েছেন- ব্যাডমিন্টনে শাপলা আক্তার, শুটিংয়ে আবদুল্লাহ হেল বাকী, উদীয়মান ক্রীড়াবিদ ফুটবলার সিরাত জাহান স্বপ্না, টেনিসে মেহেদী হাসান আলভী, কোচ গোলাম রব্বানী ছোটন, তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব হকি কোচ ফজলুল ইসলাম, সংগঠক মনসুর আলী, বিশেষ সম্মাননা সাবেক অ্যাথলেট নাজমুন নাহার বিউটি, সংগঠক নাজমুল হাসান পাপন। বর্ষসেরা পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।