পর্নোগ্রাফির অভিযোগে ভারতে টিকটক বন্ধ
ভারতে ‘টিকটক’ অ্যাপের ডাউনলোড বন্ধ করে দিল গুগল। ফলে দেশটিতে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ আর ডাউনলোড করা যাবে না।
সাধারণ মানুষের মনে কুপ্রভাব ফেলছে- এ অভিযোগ এনে ‘টিকটক’র বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। গত ৩ এপ্রিল মামলাটি মাদ্রাজ হাইকোর্টে ওঠে। আদালত জানিয়েছিল, বহুল জনপ্রিয় এই ভিডিও অ্যাপ পর্নোগ্রাফি ও শিশুর যৌন নিগ্রহের মতো ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের এখনই এই অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত।
এরপরই সরকার অ্যাপল ও গুগলকে চিঠি লেখে। সেই চিঠিতে আদালতের নির্দেশ মেনে ‘টিকটক’ অ্যাপ বন্ধ করার কথা বলা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার তাদের প্লে স্টোর থেকে ‘টিকটক’ অ্যাপটি তুলে নেয় গুগল।
গুগল জানিয়েছে, এ অ্যাপ নিয়ে তারা কোনও মন্তব্য করতে চায় না।
গুগল অ্যাপটি ব্লক করলেও অ্যাপল প্লে-স্টোরে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত অ্যাপটি ছিল। তারাও এ বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।
অন্যদিকে গুগল অ্যাপটি তুলে নেওয়ার পরও ‘টিকটক’র পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।