পাঞ্জাব নেই গেইল, বোলিংয়ের সিদ্ধান্ত দিল্লি
মোহালির পিসিএ স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অর্থাৎ কিংস ইলেভেন পাঞ্জাব প্রথমে ব্যাটিং করবে।
দুই দলই আছে সমান সমান অবস্থানে। ৩ ম্যাচে ২টি করে জয় দুই দলেরই। তবে রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার চার নাম্বারে আছে দিল্লি ক্যাপিটালস। কিংস ইলেভেন পাঞ্জাব পাঁচে।
পাঞ্জাব একাদশে আজ চমক জাগানোর মতো দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন মারকুটে ওপেনার ক্রিস গেইল আর পেসার অ্যান্ড্রু টাই। তাদের বদলে একাদশে ঢুকেছেন মুজিব উর রহমান আর স্যাম কুরান। একটি পরিবর্তন এনেছে দিল্লি। অমিত মিশ্রর জায়গায় আজ খেলবেন আভেষ খান।
পাঞ্জাব একাদশ : লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, ডেভিড মিলার, সরফরাজ খান, মানদ্বীপ সিং, স্যাম কুরান, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), হার্দাস ভিলজয়েন, মুজিব উর রহমান, মুরুগান অশ্বিন, মোহাম্মদ শামি।
দিল্লি একাদশ : পৃথ্বি শ, শেখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার (অধিনায়ক), কলিন ইনগ্রাম, রিশাভ পান্ত, হানুমা ভিহারি, ক্রিস মরিস, হার্শাল প্যাটেল, আভেষ খান, সন্দীপ লামিচানে, কাগিসো রাবাদা।